Share Market: আজ যে রাজা, কাল সে ফকির! মাত্র ১০০ দিনের ব্যবধানে শেয়ার বাজারে ফিরল করোনাকালের ছবি

Jan 14, 2025 | 7:51 PM

Share Market: শুধু যদি জানুয়ারি মাসের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে শুধুমাত্র এই মাসেই সেনসেক্স এবং নিফটি প্রায় ২ শতাংশ হ্রাস পেয়েছে। বিনিয়োগকারীরা লক্ষ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। এদিকে তথ্য বলছে চব্বিশের ২৭ সেপ্টেম্বর সেনসেক্স ও নিফটি ৫২ সপ্তাহের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যায়।

Share Market: আজ যে রাজা, কাল সে ফকির! মাত্র ১০০ দিনের ব্যবধানে শেয়ার বাজারে ফিরল করোনাকালের ছবি
প্রতীকী ছবি
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: তিন মাস! ভরা মন্দা দালাল স্ট্রিটে। যদিও মকর সংক্রান্তি অর্থাৎ ১৪ জানুয়ারিতে শেয়ার বাজারে সামান্য বৃদ্ধি দেখা গেলেও সাম্প্রতিক সময়ে সেনসেক্স ও নিফটি দুই সূচকেই লাগাতার পতন দেখতে পাওয়া গিয়েছে। বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছেন বিনিয়োগকারীরা। বিদেশী বিনিয়োগকারীরা টাকা তোলা শুরু করতেই অবস্থা কার্যত হাতের বাইরে চলে যায়। কিন্তু মাত্র একশো দিন আগে ছিল এক্কেবারে অন্য ছবি। সর্বকালের সেরা উচ্চতায় পৌঁছে গিয়েছিল ভারতের শেয়ার মার্কেট। কিন্তু, তারপর থেকে এখনও পর্যন্ত ১০ শতাংশের বেশি পতন দেখতে পাওয়া গিয়েছে। 

শুধু যদি জানুয়ারি মাসের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে শুধুমাত্র এই মাসেই সেনসেক্স এবং নিফটি প্রায় ২ শতাংশ হ্রাস পেয়েছে। বিনিয়োগকারীরা লক্ষ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। এদিকে তথ্য বলছে চব্বিশের ২৭ সেপ্টেম্বর সেনসেক্স ও নিফটি ৫২ সপ্তাহের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যায়। তখন সেনসেক্স পৌঁছেছিল ৮৫,৯৭৮.২৫ পয়েন্টের ঘরে। কিন্তু তারপর থেকে সেনসেক্স ৯,৬৪২.৫ পয়েন্ট বা ১১.২১ শতাংশ পতন দেখেছে। এখন যদি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিফটির কথা বলা হয় তাহলে দেখা যাবে ওই ২৭ সেপ্টেম্বর এটি ২৬,২৭৭.৩৫ পয়েন্টের রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল। কিন্তু, তারপর থেকে নিফটিতে ৩,১৪৩.২ পয়েন্ট অর্থাৎ প্রায় ১২ শতাংশ পতন দেখা গিয়েছে।

ওয়াকিবহাল মহলের অনেকেই বলছে, সংক্ষেপিত হলেও এ যেন একেবারে করোনাকালের ছবি। মহামারির সময় দীর্ঘ আট মাস অর্থাৎ ১৯ অক্টোবর, ২০২১ থেকে ১৭ জুন, ২০২২ পর্যন্ত আট মাস ধরে শেয়ার বাজারে টানা পতন দেখা গিয়েছিল। যার কারণে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের ৩৪.৮১ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছিল। ওই সময় নিফটি তার ১৮,৬০৪.৪৫ পয়েন্ট থেকে ১৮ শতাংশ কমে ১৫,১৮৩.৪০ পয়েন্টে নেমে আসে।

Next Article