নয়া দিল্লি: আমূলের পর এবার মাদার ডেয়ারিও বাড়াল দুধের দাম। এবার মাদার ডেয়ারিও ২ টাকা দুধের দাম বাড়াল। আজ, সোমবার থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে। রবিবারই আমূল সংস্থাও তাদের সমস্ত দুধের দাম ২ টাকা করে বাড়ায়। দইয়ের দামও বাড়ানো হয়েছে।
মাদার ডেয়ারি সংস্থার তরফে জানানো হয়েছে, ৩ জুন থেকে মাদার ডেয়ারির তরল দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়ানো হচ্ছে। উৎপাদনের খরচ বাড়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ মাস পর মাদার ডেয়ারি দুধের দাম বাড়াল।
এবার থেকে মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধের দাম লিটার প্রতি ৬৮ টাকা হবে। টোনড দুধের নতুন দাম লিটার প্রতি ৫৬ টাকা এবং ডবল টোনড দুধের দাম লিটার প্রতি ৫০ টাকা পড়বে।
গরুর দুধের দাম লিটার প্রতি ৫৮ টাকা এবং মোষের দুধের দাম লিটার প্রতি ৭২ টাকা ধার্য করা হয়েছে।
উৎপাদনের খরচ বাড়লেও, গ্রাহকদের কথা মাথায় রেখে এতদিন দুধের দাম বাড়ানো হয়নি বলেই জানিয়েছে মাদার ডেয়ারি সংস্থা। এবার দাম বাড়ালেও, তা মাত্র ৩ থেকে ৪ শতাংশই বৃদ্ধি করা হয়েছে। প্রচণ্ড গরমে দুধের উৎপাদনে প্রভাব পড়েছে।
উল্লেখ্য, রবিবারই আমূল সংস্থার তরফেও দুধের দাম লিটার প্রতি ২ টাকা করে বৃদ্ধি করা হয়।