Share Market: এক্সিট পোলেই শেয়ার বাজারে ঝটকা, ঘণ্টাখানেকেই ১১ লক্ষ কোটি টাকা ঢুকল বিনিয়োগকারীদের পকেটে

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 03, 2024 | 11:52 AM

Share Market: এ দিন সকালে শেয়ার বাজার খুলতেই সেনসেক্স সূচক ২৫০০ পয়েন্ট বৃদ্ধি পায়,৭৬ হাজারে পৌঁছল সেনসেক্সের সূচক। অন্যদিকে, নিফটি ৫০-র সূচক বিগত চার বছরে সবথেকে বড় লাফ দিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ- দুই বাজারই রেকর্ড উচ্চতা ছুঁয়েছে।   

Share Market: এক্সিট পোলেই শেয়ার বাজারে ঝটকা, ঘণ্টাখানেকেই ১১ লক্ষ কোটি টাকা ঢুকল বিনিয়োগকারীদের পকেটে
রেকর্ড উচ্চতায় পৌঁছল শেয়ার দর।
Image Credit source: TV9 বাংলা

Follow Us

মুম্বই: এক্সিট পোল বলছে, দেশে আবার গেরুয়া ঝড় উঠছে। হাটট্রিক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এক্সিট পোলে বিজেপি তথা এনডিএ-র জয়ের ইঙ্গিত মিলতেই বিরাট লাফ শেয়ার বাজারে। সোমবার সকালে শেয়ার বাজার খুলতেই ২৬০০ পয়েন্ট চড়ল সেনসেক্স।  সাতসকালেই ৭৬ হাজারে পৌঁছল সেনসেক্সের সূচক। নিফটিও ২৩ হাজারের উপরে। বাজার বিশেষজ্ঞদের অনুমান,  মজবুত সরকার গঠনের ইঙ্গিত মিলতেই চনমনে শেয়ার বাজার।

এ দিন সকালে শেয়ার বাজার খুলতেই সেনসেক্স সূচক ২৫০০ পয়েন্ট বৃদ্ধি পায়,৭৬ হাজারে পৌঁছল সেনসেক্সের সূচক।

অন্যদিকে, নিফটি ৫০-র সূচক বিগত চার বছরে সবথেকে বড় লাফ দিয়েছে। নিফটির সূচক ২৩৩৩৮.৭০ অঙ্কে পৌঁছেছে। সকাল ১০টা ১০ নাগাদ সেনসেক্স সূচক ছিল ৭৬০৪২.৬০ অঙ্কে। নিফটির সূচকও ৬৪৬ পয়েন্ট বৃদ্ধি পায়। বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ- দুই বাজারই রেকর্ড উচ্চতা ছুঁয়েছে।

শেয়ার বাজারে ভোটের ইতিবাচক হাওয়া লাগতেই, সমস্ত নিফটি স্টকই পজেটিভে রয়েছে। সবথেকে বেশি লাভে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আইসিআইসিআই ব্যাঙ্ক ও এইচডিএফসি ব্যাঙ্ক

সেনসেক্সের সূচকও ইতিবাচক দিকেই রয়েছে। পাওয়ার গ্রিড, আদানি পোর্ট, শ্রীরাম ফিন্যান্স, এল অ্য়ান্ড টি, এনটিপিসি, এসবিআই, অ্যাক্সিস ব্যাঙ্ক, এম অ্যান্ড এম, আইসিআইসিআই ব্যাঙ্ক ও আল্ট্রাটেক সিমেন্ট সবথেকে বেশি লাভে রয়েছে। এই প্রতিটি স্টকের দামই ৩ থেকে ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, স্থিতিশীল সরকার গঠনের ইঙ্গিত পেতেই উর্ধ্বমুখী হয়েছে শেয়ারের সূচক। ভোট চলাকালীন শেয়ারে পতন হলেও, সাধারণত ফল প্রকাশের পরই বদলে যায় ছবি। সরকার স্থিতিশীল হলে, দেশের অর্থনীতিও চাঙ্গা হয়। শেয়ার বাজারেও তার প্রতিফলন দেখা যায়। তবে এবার ভোটের ফল প্রকাশের আগেই হাল ফিরল শেয়ার বাজারের।

Next Article