Investment: মাত্র ২ টাকা বিনিয়োগ করেই লাখপতি? SBI দিচ্ছে বড় চমক

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jan 10, 2025 | 12:16 AM

Investment: আরডি-তে আপনাকে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হবে। আপনি এতে কমপক্ষে ১ টাকাও বিনিয়োগ করতে পারেন। আরডি ৬ মাস, ১ বছর, ৫ বছর অথবা ১০ বছরের জন্য করা যেতে পারে। আপনি এই স্কিমে ৩ বছর থেকে ১০ বছর মেয়াদের জন্য বিনিয়োগ করতে পারবেন।

Investment: মাত্র ২ টাকা বিনিয়োগ করেই লাখপতি? SBI দিচ্ছে বড় চমক
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: মাত্র ২ টাকা বিনিয়োগ করেই লাখপতি? শুনতে অবাক লাগলেও SBI এর স্কিমেই বড় ধামাকা। সম্প্রতি SBI দু’টি নতুন স্কিম চালু করেছে। একটি, প্রতি ঘর লাখপতি প্রকল্প। অন্যটির SBI প্যাটার্স FD স্কিম। বিশেষজ্ঞরা বলছেন, দুই স্কিমই আপনাকে দিতে পারে বড় লাভ। এমনকী শুধু লাখপতি কেন, হয়ে যেতে পারেন কোটিপতিও। তবে এই স্কিমে যে সবাই বিনিয়োগ করতে পারবেন এমনটা নয়। মূলত ৮০ বছরের বেশি নাগরিকদের জন্য তৈরি। তবে এই স্কিমের অধীনে আপনি ১০ বছর বয়সী শিশুর জন্যও বিনিয়োগ শুরু করতে পারেন। পুরোটাই রিকারিং ডিপোজিট (RD)। কিন্তু কীভাবে করবেন বিনিয়োগ? 

আরডি-তে আপনাকে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হবে। আপনি এতে কমপক্ষে ১ টাকাও বিনিয়োগ করতে পারেন। আরডি ৬ মাস, ১ বছর, ৫ বছর অথবা ১০ বছরের জন্য করা যেতে পারে। আপনি এই স্কিমে ৩ বছর থেকে ১০ বছর মেয়াদের জন্য বিনিয়োগ করতে পারবেন। প্রতি মাসে অল্প পরিমাণে জমা করে আপনার প্রয়োজন অনুসারে আপনি ১ লক্ষ টাকা বা তার বেশি টাকা তুলতে পারেন। অঙ্ক বলছে, যদি আপনি ৩ বছরে ১ লক্ষ টাকা জমা করতে চান, তাহলে আপনাকে প্রতি মাসে মাত্র ২ টাকা জমা করতে হবে। যদি আপনি ৫ বছরে ১ লক্ষ টাকা জমা করতে চান, তাহলে আপনাকে প্রতি মাসে ১০ টাকা জমা করতে হবে। ১০ বছর পর যদি আপনার ১ লক্ষ টাকার প্রয়োজন হয়, তাহলে আপনাকে প্রতি মাসে ৯৩ টাকা জমা করতে হবে।

তবে এসবিআই প্যাটার্স এফডি স্কিমটি মূলত যাঁদের অনেকটাই বয়স হয়ে গিয়েছে তাঁদের জন্য। এতে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। এতে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিনিয়োগ করা পারে।  

Next Article