Mukesh Ambani: নিজেকে নিজেই দীপাবলির উপহার দিলেন অম্বানি, খরচ ১২৬০ কোটি টাকারও বেশি

Oct 14, 2024 | 5:57 PM

Mukesh Ambani: উৎসবের মরসুমে সকল ভারতীয়ই একে অপরকে উপহার দিয়ে থাকে। এই পরিস্থিতিতে দীপাবলির আগে, মুকেশ অম্বানিও নিজেই নিজেকে দিলেন উপহার। এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তিনি, ব্যক্তিগত সম্পদের পরিমাণই প্রায় ১০৮০০ কোটি ডলার (৯ লক্ষ কোটি টাকারও বেশি)। কাজেই তাঁর কেনা উপহার অবশ্যই আম ভারতীয়র মতো হবে না।

Mukesh Ambani: নিজেকে নিজেই দীপাবলির উপহার দিলেন অম্বানি, খরচ ১২৬০ কোটি টাকারও বেশি
মুকেশ অম্বানি (ফাইল ছবি)
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: উৎসবের মরসুমে সকল ভারতীয়ই একে অপরকে উপহার দিয়ে থাকে। এই পরিস্থিতিতে দীপাবলির আগে, মুকেশ অম্বানিও নিজেই নিজেকে দিলেন উপহার। এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তিনি, ব্যক্তিগত সম্পদের পরিমাণই প্রায় ১০৮০০ কোটি ডলার (৯ লক্ষ কোটি টাকারও বেশি)। সদ্য ছোট ছেলে অনন্ত অম্বানির বিয়েতে খরচ করেছেন ৫,০০০ কোটি টাকা। তাঁদের বাসভবন, অ্যান্টিলিয়া, বিশ্বের দ্বিতীয় সবথেকে ব্যয়বহুল ব্যক্তিগত বাড়ি, মূল্য ২০০ কোটি ডলার বা ১৬,৮১০ কোটি টাকা। কাজেই তাঁর কেনা উপহার অবশ্যই আম ভারতীয়র মতো হবে না। প্রত্যাশা মতোই, দুই অতি-ব্যয়বহুল উপহার কিনল অম্বানি। প্রথমটি হল বোয়িং ৭৩৭ বিমানকে রূপান্তরিত করে তৈরি এক বিলাসবহুল প্রাইভেট জেট। দ্বিতীয়টি, একেবারে সর্বশেষ মডেলের রোলস রয়েস কালিনান এসইউভি। শুধুমাত্র জেটটির জন্যই ১৫০ মিলিয়ন ডলার বা ১,২৬১ কোটি টাকার বেশি খরচ হবে বলে জানা গিয়েছে।

ধনকুবেরদের বিলাসবহুল প্রাইভেট জেট কেনা কোনও নতুন বিষয় নয়। তবে, মুকেশ অম্বানির যে বিলাসবহুল প্রাইভেট জেটটি কিনেছেন, সেই রকম কোনও প্রাইভেট জেটের মালিকের সংখ্যা একেবারে হাতে গোনা। বিমানটি আসলে ২৩০ জন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন। এই বোয়িং ৭৩৭ বিমানটি কিনে, ,সেটিকে একটি ব্যক্তিগত জেটবিমানের রূপ দিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। জানা গিয়েছে, সুইজারল্যান্ডে জেটটি কাস্টমাইজ করা হয়েছে। সেখানেই বিমানটিকে আপগ্রেড করা হয়েছে। জেটটির কেবিন ফ্লোর এলাকার মাপ, ১,১২০ বর্গফুট। আল্ট্রা-লং-রেঞ্জ বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯-এর দামই শুরু হয় ১১৮ মিলিয়ন ডলার (৯৯১ কোটি টাকার বেশি) থেকে। এরপর রয়েছে কেবিন কাস্টমাইজেশন এবং অন্যান্য আপগ্রেড। সব মিলিয়ে মুকেশ অম্বানির ব্যক্তিগত ব্যবসায়িক জেটের দাম ১৫০ মিলিয়ন ডলার ১২৬০ কোটি টাকারও বেশি।

রোলস রয়েসের প্রতি অম্বানি পরিবারের বরাবরই আসক্তি রয়েছে। রোলস রয়েসের নতুন নতুন গাড়ি বের হলেই সেই মডেল কেনে অম্বানিরা। এই নিয়ে দশম রোলস রয়েস এল আম্বানি পরিবারে। ভারতে রোলস রয়েসের কালিনান সিরিজ ২-এর দাম শুরু ১.৩ মিলিয়ন ডলার (প্রায় ১১ কোটি টাকা) থেকে। তবে অম্বানিরা প্রত্যেকটি গাড়িই কাস্টমাইজ করে নেয়। কাজেই তাদের গড়ির দাম আরও বেশি পড়েছে।

Next Article