FD Interest Rate : ব্যাঙ্কের কম সুদের হার আর পোষাচ্ছে না? HDFC, PNB, ICICI-এর কর্পোরেট ফিক্সড ডিপোজ়িটে মিলছে অতিরিক্ত সুদ, জানুন বিস্তারিত

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 22, 2022 | 11:47 PM

FD Interest Rate : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজ়িটের উপর কম হারে সুদ দেয়। এই আবহে কর্পোরেট ফিক্সড ডিপোজ়িটে যদি টাকা গচ্ছিত রাখা হয়, তাহলে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ মেলে সঞ্চয়ের উপর।

FD Interest Rate : ব্যাঙ্কের কম সুদের হার আর পোষাচ্ছে না? HDFC, PNB, ICICI-এর কর্পোরেট ফিক্সড ডিপোজ়িটে মিলছে অতিরিক্ত সুদ, জানুন বিস্তারিত
ছবি সৌজন্যে : গুগল

Follow Us

ব্যাঙ্কের কম সুদের হারে সঞ্চয় করা কঠিন হয়ে পড়েছে আজকের জমানায়। আবার চিটফান্ডের ফাঁদে পা দেওয়ারও ভয় রয়েছে আমানতকারীদের মনে। এই আবহে উপায় কী? অনেক আমানতকারীরাই হয়ত জানেন না যে কর্পোরেট ফিক্সড ডিপোজ়িটে যদি টাকা গচ্ছিত রাখা হয়, তাহলে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ মেলে সঞ্চয়ের উপর। এই স্থায়ী আমানত করার আগে একবার সংস্থাগুলির রেটিং আর সুদের হার দেখে নিন চট করে।

মূলত নন-ব্যাঙ্কিং ফাইন্যানশিয়াল কর্পোরেশন বা হাউজিং ফাইন্যান্স সংস্থাগুলি কর্পোরেট ফিক্সড ডিপোজ়িটের সুবিধা প্রদান করে আমানতকারীদের। সাধারণত ব্যাঙ্কে ফিক্সড ডিপোজ়িটে টাকা গচ্ছিত রাখলে যে হারে সুদ পাওয়া যায়, তার থেকে বেশ চড়া সুদেই এই সংস্থাগুলি আমানতকারীদের রিটার্ন দেয়। তাই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজ়িট করা আমানতকারীদের জন্য এই সংস্থাগুলির ডিপোজ়িট অফার বেশ লোভনীয় বিকল্প হতে পারে। যদিও দ্রষ্টব্য বিষয়, এই ক্ষেত্রে কিন্তু DIGC ডিপোজ়িটের উপর ৫ লাখ টাকার বিমা কভারেজ দেয় না।

যেকোনও নন-ব্যাঙ্কিং ফাইন্যানশিয়াল কর্পোরেশন বা হাউজিং ফাইন্যান্স সংস্থায় ফিক্সড ডিপোজিট করার আগে CRISL, ICRA অথবা CARE-এ এই সংস্থাগুলির ক্রেডিট রেটিং দেখে নেওয়া উচিত। এই রেটিংয়ের মাধ্যমেই আমানতকারী বুঝতে পারবেন যে সংশ্লিষ্ট সংস্থা সময় মতো সুদ দেয় কি না, বা এই সংস্থায় টাকা রাখা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। এক নজরে দেখে নিন চড়া সুদে কোন কোন সংস্থাগুলি কর্পোরেট ফিক্সড ডিপোজিট প্রদান করে :

বাজাজ ফাইন্যান্স (Bajaj Finance) : তিন বছরের কিউমিলেটিভ ফিক্সড ডিপোজ়িটের ক্ষেত্রে বাজাজ ফাইন্যান্স ৭ শতাংশ হারে সুদ দিয়ে থাকে। এতে ন্যূনতম ১৫ হাজার টাকা সঞ্চিত রাখতে হবে আমানতকারীকে। এই কর্পোরেট ফিক্সড ডিপোজ়িটে ১৫ হাজার টাকা রাখলে তিন বছর পর আমানতকারী ম্যাচিউরিটির সময় ১৮ হাজার ৩৬৭ টাকা পাবেন।

মুথুট ফাইন্যান্স (Muthoot Finance) : তিন বছরের কিউমিলেটিভ ফিক্সড ডিপোজ়িটের ক্ষেত্রে মুথুট ফাইন্যান্স ৬.৭৫ শতাংশ হারে সুদ দিয়ে থাকে। এতে ন্যূনতম ১০ হাজার টাকা সঞ্চিত রাখতে হবে আমানতকারীকে। এই কর্পোরেট ফিক্সড ডিপোজ়িটে ১০ হাজার টাকা রাখলে তিন বছর পর আমানতকারী ম্যাচিউরিটির সময় ১২ হাজার ১৬৫ টাকা পাবেন।

PNB হাউজিং ফাইন্যান্স লিমিটেড (PNB Housing Finance) : তিন বছরের কিউমিলেটিভ ফিক্সড ডিপোজ়িটের ক্ষেত্রে বাজাজ ফাইন্যান্স ৬.৬ শতাংশ হারে সুদ দিয়ে থাকে। এতে ন্যূনতম ১০ হাজার টাকা সঞ্চিত রাখতে হবে আমানতকারীকে। এই কর্পোরেট ফিক্সড ডিপোজ়িটে ১০ হাজার টাকা রাখলে তিন বছর পর আমানতকারী ম্যাচিউরিটির সময় ১২ হাজার ১১৪ টাকা পাবেন।

ICICI হোম ফাইন্যান্স লিমিটেড (ICICI Home Finance Limited) : তিন বছরের কিউমিলেটিভ ফিক্সড ডিপোজ়িটের ক্ষেত্রে বাজাজ ফাইন্যান্স ৬.২ শতাংশ হারে সুদ দিয়ে থাকে। এতে ন্যূনতম ১০ হাজার টাকা সঞ্চিত রাখতে হবে আমানতকারীকে। এই কর্পোরেট ফিক্সড ডিপোজ়িটে ১০ হাজার টাকা রাখলে তিন বছর পর আমানতকারী ম্যাচিউরিটির সময় ১১ হাজার ৯৭৮ টাকা পাবেন।

HDFC লিমিটেড (HDFC Limited) : তিন বছরের কিউমিলেটিভ ফিক্সড ডিপোজ়িটের ক্ষেত্রে বাজাজ ফাইন্যান্স ৬.৩ শতাংশ হারে সুদ দিয়ে থাকে। এতে ন্যূনতম ১০ হাজার টাকা সঞ্চিত রাখতে হবে আমানতকারীকে। এই কর্পোরেট ফিক্সড ডিপোজ়িটে ১০ হাজার টাকা রাখলে তিনবছর পর আমানতকারী ম্যাচিউরিটির সময় ১২ হাজার ১২ টাকা পাবেন। HDFC-তে যদি আপনি অনলাইনে এই ফিক্সড ডিপোজ়িট করেন বা পুরোনো ডিপোজ়িট রিনিউ করেন, তাহলে আপনি অতিরিক্ত ০.০৫ শতাংশ হারে সুদ পাবেন।

(দ্রষ্টব্য: উক্ত সুদের হার ২০২২ সালের ১১ মে অনুযায়ী)

Next Article