AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আগামী সপ্তাহে নতুন আয়কর বিল পেশ, কী বদল আসবে?

Income Tax Bill: অর্থমন্ত্রী জানান, আয়করদাতাদের সুবিধার জন্য সরকার বিগত এক দশকেরও বেশি সময় ধরে যে প্রচেষ্টা চালাচ্ছে, তারই প্রতিফলন হবে এই নতুন আয়কর বিল।

আগামী সপ্তাহে নতুন আয়কর বিল পেশ, কী বদল আসবে?
| Updated on: Feb 01, 2025 | 1:31 PM
Share

নয়া দিল্লি: আয়কর নিয়ে বড় ঘোষণা। আগামী সপ্তাহেই নতুন আয়কর বিল (New Income Tax Bill) পেশ করা হবে। ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। আয়করদাতাদের সুবিধার জন্যই নতুন আয়কর বিল আনা হবে বলে জানান অর্থমন্ত্রী।

এ দিন বাজেট ঘোষণার মাঝেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান যে নতুন আয়কর আইন এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে আয়করের হিসাব ও কাঠামো বোঝা সহজ হবে। একইসঙ্গে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে যে জটিলতার মুখে পড়তে হয় আয়করদাতাদের, তাও সহজ হবে।

অর্থমন্ত্রী জানান, আয়করদাতাদের সুবিধার জন্য সরকার বিগত এক দশকেরও বেশি সময় ধরে যে প্রচেষ্টা চালাচ্ছে, তারই প্রতিফলন হবে এই নতুন আয়কর বিল।

প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যখন অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন, সেই সময়ই জল্পনা শুরু হয়েছিল যে নতুন আয়কর আইন আনা হতে পারে যা আয়করদাতাদের আরও সহজ বোধগম্য হবে। আয়কর আইন ১৯৬১ সরলীকরণ করা হবে।

আয়কর আইনেই ব্যক্তিগত ও কর্পোরেট ট্যাক্সের উল্লেখ রয়েছে। পাশাপাশি লেনদেন, সম্পত্তি ও উপহারের ক্ষেত্রে কত কর দিতে হয়, তার উল্লেখ রয়েছে। এই জটিল আইনের পাতার সংখ্যা ৬০ শতাংশ কমানো হবে।