Share Market News: ব্ল্যাক মনডে, মুখ থুবড়ে পড়ল বেঞ্চমার্ক সূচক, কোটি কোটি টাকা হারালেন বিনিয়োগকারীরা!
Stock Market: আজ এপ্রিল মাসের ৭ তারিখ ৭৪২ পয়েন্ট পড়েছে নিফটি ৫০। ২,২২৬ পয়েন্ট পড়েছে সেনসেক্স। ৫৬৮ পয়েন্ট পড়েছে নিফটি মেটাল সূচক। শতাংশের বিচারে যা সর্বোচ্চ, ৬.৭৫ শতাংশ।

ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক ঘোষণার পর থেকেই পরপর পড়েছে শেয়ার বাজার। আমেরিকা থেকে চিন, ভারতের বাজার বাদ যায়নি কোনও বাজারই। আজ এপ্রিল মাসের ৭ তারিখ ৭৪২ পয়েন্ট পড়েছে নিফটি ৫০। ২,২২৬ পয়েন্ট পড়েছে সেনসেক্স।
আজ ৫৬৮ পয়েন্ট পড়েছে নিফটি মেটাল সূচক। শতাংশের বিচারে যা সর্বোচ্চ, ৬.৭৫ শতাংশ। ৯১৫ পয়েন্ট পড়েছে নিফটি স্মলক্যাপ ১০০ সূচক। ১,৯২২ পয়েন্ট পড়েছে নিফটি নেক্সট ৫০। ১,৮৯২ পয়েন্ট পড়েছে বিএসই স্মলক্যাপ সূচক।
আজ ১৩.২২ শতাংশ পড়েছে চিনা সূচক হ্যাংসেং। ১.৮৩ শতাংশ পড়েছে জাপানি সূচক নিক্কেই ২২৫। ৫.৫৭ শতাংশ পড়েছে দক্ষিণ কোরিয়ান সূচক কসপি।
আজ বাড়ল যারা:
আজ পতনের দিনেও আপার সার্কিট হিট করেছে টেসিল কেমিক্যালস অ্যান্ড হাইড্রো পাওয়ার। এ ছাড়াও বেড়েছে কেমফ্যাব অ্যালকালিস, শ্রীঅসওয়াল সিডস অ্যান্ড কেমিক্যালস, সিকিওরক্লাউড টেকনোলজিস, ভালিয়ান্ট ল্যাবরোটরিসের শেয়ারের দাম।
আজ পড়ল যারা:
আজ লোয়ার সার্কিট হিট করেছে সিমেন্স লিমিটেড। ৪২.৫৩ শতাংশ পড়েছে সংস্থার শেয়ারের দাম। এ ছাড়াও পড়েছে থেমিস মেডিকেয়ার, খাণ্ডওয়ালা সিকিউরিটিজ, ট্রেন্ট ও অনওয়ার্ড টেকনোলজিসের শেয়ারের দাম।
বাজারের টুকরো খবর:
- আজ ত্রৈমাসিক ও বার্ষিক ফালাফল প্রকাশ হয়েছে টেলিকানোর গ্লোবালের।
- আজ কোনও সংস্থাই ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁতে পারেনি।
- অন্যদিকে আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়ে ফেলেছে কাপরি গ্লোবাল ক্যাপিটাল, সুপ্রিম ইন্ডাস্ট্রিজ, ডিএলএফ, প্রেস্টিজ এস্টেট প্রোজেক্টস, ইন্ডিয়ামার্ট ইন্টারমেস, স্নাইডার ইলেকট্রিক, গোদরেজ প্রপার্টিস, সোভা, টাটা টেকনোলজিস, এআইএ ইঞ্জিনিয়ারিং, পিভিআর আইনক্স, হিন্দুস্থান কপার, টাটা এলাক্সি, দীপক নাইট্রিট, বসচ, হুন্ডাই মোটস ইন্ডিয়া, হিন্দালকো, এমফ্যাসিস, এনএমডিসি স্টিল, এনএমডিসি।
*৭ এপ্রিল বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





