টিকিট চেক করা ছাড়াও TTE-র অনেক কাজ থাকে, জেনে রাখুন আপনার সুবিধা হবে
Indian Railways: শাস্তি থাকলেও, বহু এমন যাত্রী রয়েছেন, যারা বিনা টিকিটেই ট্রেনে ভ্রমণ করেন। সকল যাত্রীরা বৈধ টিকিট নিয়ে উঠেছেন কি না, তা যাচাই করার দায়িত্ব থাকে টিকিট পরীক্ষক বা টিটিই-র উপরে। তবে যাত্রীদের টিকিট পরীক্ষা করা ছাড়াও টিটিই-র থাকে আরও অনেক কাজ। কী এই কাজ, জানেন?

নয়া দিল্লি: দূরপাল্লার হোক বা লোকাল ট্রেন, টিকিট থাকা বাধ্যতামূলক। বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা আইনত অপরাধ। এটি শাস্তিযোগ্য অপরাধও। কড়া নিয়ম ও শাস্তি থাকলেও, বহু এমন যাত্রী রয়েছেন, যারা বিনা টিকিটেই ট্রেনে ভ্রমণ করেন। সকল যাত্রীরা বৈধ টিকিট নিয়ে উঠেছেন কি না, তা যাচাই করার দায়িত্ব থাকে টিকিট পরীক্ষক বা টিটিই-র উপরে। তবে যাত্রীদের টিকিট পরীক্ষা করা ছাড়াও টিটিই-র থাকে আরও অনেক কাজ। কী এই কাজ, জানেন?
ভারতীয় রেলওয়ের ম্য়ানুয়াল অনুযায়ী, টিকিট পরীক্ষক বা টিকিট কালেক্টরের অন্যতম ডিউটি হল ট্রেনের দরজা বন্ধ রাখা। পরবর্তী স্টেশনে যে দিকে পড়বে, সেদিকের দরজা খোলা এবং উল্টোদিকের দরজা বন্ধ রাখা টিটিই-র কাজ। বিনা টিকিটে যাতে ট্রেনে কেউ উঠতে না পারে, তার জন্য দরজা বন্ধ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ট্রেনে যাত্রীদের সুরক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ট্রেনের দরজা বন্ধ রাখার আরও একটি কারণ হল যাতে চোর বা ডাকাতরা ট্রেনে উঠতে না পারে।
যদি কোনও যাত্রী ট্রেনের গেট ধরে ঝোলে বা গেটে বসে থাকে, তবে তাকে সতর্ক করা এবং ট্রেনের ভিতরে পাঠানোর দায়িত্বও টিটিই-র। ট্রেনে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তার জন্যই এই নিয়ম।
যাত্রীদের ট্রেন বা পরবর্তী স্টেশন সম্পর্কে কোনও তথ্য জানার থাকলে, তার জিজ্ঞাসা মেটানোও টিটিই-র দায়িত্ব।
নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার আধ ঘণ্টা আগে টিটিই-কে স্টেশনে রিপোর্ট করতে হয়। ট্রেনে ওঠার আগে পরনে ইউনিফর্ম ও ব্যাজ থাকা বাধ্যতামূলক।





