OTT অ্যাপসেই মজে আছেন? জানেন কীভাবে প্রতিদিন আপনার পকেট ধ্বংস করছে
OTT Platform budget: ওটিটি-র জনপ্রিয়তা ক্রমে বাড়ছে। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন, আপনার বাজেটের উপর এর কী প্রভাব পড়ছে? চলুন আজ হিসেবটা করেই ফেলা যাক।
নয়া দিল্লি: দূরদর্শনের যুগের টিভির কথা মনে আছে? কীভাবে অ্যান্টেনা ঘুরিয়ে ঘুরিয়ে সিগন্যাল আনতে হত? এই সব নস্টালজিয়ার কথা। অ্যান্টেনাওয়ালা টিভি এখন চোখে পড়ে না বললেই চলে। তারপর এসেছিল কেবল টিভির যুগ। তারপর, ডিরেক্ট টু হোম অর্থাৎ ডিশ টিভি। আর এখন হল ওটিটি প্ল্যাটফর্মের (OTT Platform) যুগ। বিনোদনের জন্য এখন অধিকাংশ মানুষের প্রথম পছন্দ হয়ে উঠেছে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, জিও সিনেমার মতো ওটিটি অ্যাপগুলি। কিন্তু, আপনি কি কখনও ওটিটি প্ল্যাটফর্মের পিছনে কত খরচ করছেন, তা ভেবে দেখেছেন? কখনও কি হিসেব কষে দেখেছেন, কীভাবে ওটিটি আপনার পকেট ধ্বংস করছে?
কেবল এবং ডিশ টিভির খরচ
আজও ভারতের সমস্ত মাঝারি ও ছোট শহরগুলিতে মানুষ বিনোদনের জন্য কেবল সংযোগের উপরই নির্ভর করে। দেশের শীর্ষস্থানীয় ১৫টি কেবল অপারেটরদের মোট গ্রাহক সংখ্যা প্রায় ৫ কোটি। আর যদি ডিরেক্ট-টু-হোম বা ডিশ টিভির গ্রাহকদের যোগ করা হয়, তাহলে গ্রাহক সংখ্যাটা দাঁড়ায় প্রায় ১২ কোটি। সাধারণত, কেবল অপারেটররা প্রতিটি সেটটপ বক্স সংযোগের জন্য গড়ে মাসিক ৩০০ থেকে ৪০০ টাকা নেয়। আর, ডিরেক্ট-টু-হোম অপারেটরদের মাসিক সাবস্ক্রিপশন প্ল্যান গড়ে সংযোগ প্রতি ৪০০ টাকা। অর্থাৎ, ভারতীয় বাজারে কেবল বা ডিটুএইচ সংযোগে বিনোদনের জন্য প্রতি মাসে সর্বাধিক ৫০০ টাকা খরচ হতে পারে। কাজেই, এই দুই ক্ষেত্রেই কোনও সাধারণ ভারতীয় পরিবারের হোম এন্টরটেইনমেন্টের বার্ষিক ব্যয় হয় ৬,০০০ টাকা। এখন ওটিটি প্ল্যাটফর্মগুলি এবং তাদের সাবস্ক্রিপশন প্ল্যানগুলির দেখা যাক।
ওটিটি প্ল্যাটফর্ম মানে পকেট ফাঁকা
সবচেয়ে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix) দিয়ে শুরু করা যাক। টিভিতে নেটফ্লিক্স উপভোগ করতে, প্রতি মাসে আপনাকে কমপক্ষে ১৯৯ টাকা দিতে হবে। এইভাবে, শুধুমাত্র নেটফ্লিক্স দেখার জন্য আপনাকে বছরে প্রায় ২৪০০ টাকা দিতে হবে। এখন আরও কিছু জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন প্ল্যান দেখা যাক। প্রাইভ ভিডিওজ (Prime Videos)-এর বার্ষিক গ্রাহক মূল্য ১৪৯৯ টাকা, ডিজনি + হটস্টার (Disney + Hotstar) ১৪৯৯ টাকা, সোনিলিভ (SonyLIV) ৯৯৯ টাকা এবং জ়ি৫ (Zee5) ৯৯৯ টাকা। অর্থাৎ, যদি কোনও ব্যক্তি নেটফ্লিক্সের সঙ্গে, আর একটিও ওটিটি প্ল্যাটফর্মের গ্রাহক হয়, তাহলে তার বছরে হোম এন্টরটেইনমেন্টের পিছনে খরচ হবে প্রায় ৩,৫০০ – ৪,০০০ টাকা। যত বেশি প্ল্যাটফর্ম যোগ করবেন, ততই লাফিয়ে লাফিয়ে খরচ বাড়বে।
কেবল বেশি লাভজনক না ওটিটি?
আপাতদৃষ্টিতে হোম এন্টারটেইনমেন্টের জন্য ওটিটি-র থেকে কেবল বেশি লাভজনক বলে মনে হতে পারে। কারণ, কেবল টিভি বা ডিশ টিভিতে আপনি হিন্দি-ইংরাজি সিরিয়াল, সিনেমার পাশাপাশি খেলা এবং একগুচ্ছ আঞ্চলিক চ্যানেলও পাবেন। একই সাবস্ক্রিপশনে জি থেকে স্টার, সব চ্যানেলই দেখতে পাবেন। কিন্তু, ওটিটির ক্ষেত্রে প্রতিটি ভিন্ন ধরনের কনটেন্টের জন্য, আপনাকে আলাদা আলাদা করে সাবস্ক্রিপশন নিতে হবে। কাজেই, শেষ পর্যন্ত খরচটা অনেক বেশি হয়ে দাঁড়ায়। তবে, আপনাকে ভেবে দেখতে হবে, আপনি কতটা সময় ঘরে বিনোদনের পিছনে দেন। যদি আপনার হাতে সময় কম থাকে, তাহলে কেবল বা ডিশ টিভির সংযোগই আপনার জন্য যথেষ্ট। আর যদি আপনার কাছে সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, যদি অনেকটা সময় আপনি এগুলির পিছনে দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে ওটিটি সাবস্ক্রিপশনের দিকে ঝুঁকুন। এই ক্ষেত্রে ২ থেকে ৩টি ওটিটি আপনি নিজে সাবস্ক্রাইব করুন। বাকিগুলি বন্ধুদের থেকে শেয়ারে নিন, তাদের সঙ্গে আপনার সাবস্ক্রাইব করা প্ল্যাটফর্মগুলি শেয়ার করুন। ওটিটি প্ল্যাটফর্মগুলির একাধিক যন্ত্রে লগ-ইন করার প্ল্যান বা বিকল্প থাকে। তার সুযোগ নিন।