ChatGPT-র হাত ধরে ভারতে ঘটবে কর্মসংস্থানের বিস্ফোরণ! জানেন কীভাবে?

ChatGPT: আইটি সেক্টরে কর্মসংস্থআনের বিস্ফোরণ ঘটাতে পারে ChatGPT। এমন পরিস্থিতিতে এই AI টুল দেশের জন্য খুবই উপকারি হতে পারে বলে দাবি করেছেন ভারত সরকারের প্রধান আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন।

ChatGPT-র হাত ধরে ভারতে ঘটবে কর্মসংস্থানের বিস্ফোরণ! জানেন কীভাবে?
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 11, 2023 | 11:25 PM

কলকাতা: বর্তমানে গোটা বিশ্বের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যাকে ছোট করে বলা হয় এআই (AI)। মানব সভ্যতার প্রায় প্রতিটি ক্ষেত্রে এআই ব্যবহারের কথা চলছে। এই নিয়ে অনেকে উদ্বেগেও রয়েছে। এআই ঠিক কতদূর ব্যবহার করা উচিত, কতটা ব্যবহার করা উচিত। তা মানব সভ্যতার উপর কতটা প্রভাব ফেলবে, এই রকম বিভিন্ন বিষয় নিয়ে চর্চা চলছে। অনেক প্রযুক্তি বিশেষজ্ঞই এআই-এর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে, একে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের ‘পরমাণু বোমা’ও বলেছেন। ভবিষ্যতে কী হবে, জানা নেই। তবে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার যে রূপ আমাদের সামনে পরিস্ফুট হচ্ছে, তাতে ভারত-সহ গোটা বিশ্বের চাকুরিজীবীদের একটা বড় অংশ কাজ হরানোর ভয়ে উদ্বিগ্ন। তাঁরা ভয় পাচ্ছেন, এআই এসে মানুষের চাকরি খেয়ে নেবে। অনেক ক্ষেত্রে তা হতেও দেখা যাচ্ছে। কিন্তু সম্প্রতি, এআই-এর উত্থান নিয়ে বড় আশা প্রকাশ করেছেন ভারত সরকারের প্রধান আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন (CEA V Anantha Nageswaran)। তাঁর মতে ‘চ্যাটজিপিটি’-র (ChatGPT) মতো এআই টুল আমাদের দেশে অনেক চাকরি তৈরি করতে পারে।

সম্প্রতি কলকাতায় ‘ইন্ডিয়া চেম্বার্স অব কমার্সে’ এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন ভি অনন্ত নাগেশ্বরন। সেখানেই চ্যাটজিপিটি মতো এআই টুল এবং তার ফলে তৈরি হওয়া উদ্বেগ নিয়ে কথা উঠেছিল। অনন্ত নাগেশ্বরনের মতে, আমাদের দেশের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে চ্যাটজিপিটি। তিনি জানান, এর মাধ্যমে দেশে প্রচুর চাকরির সুযোগ তৈরি হতে পারে। দেশের বেকার সমস্যার সমাধান হতে পারে। বিশেষ করে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্যানের বিস্ফোরণ ঘটাতে পারে ‘ওপেন এআই’, চ্যাটজিপিটি। এমন পরিস্থিতিতে এই এআই টুল আমাদের দেশের জন্য খুবই উপকারী হতে চলেছে। এর জন্য ভারতে বহু প্রকল্পও আসতে পারে।

কীভাবে কর্মসংস্থান বাড়বে?

ভারতের প্রধান আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন বলেছেন, চ্যাটজিপিটি ভারতের চাকরি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এতে তথ্যপ্রযুক্তি খাতে চাকরির অনেক সুযোগ উন্মুক্ত হবে। দেশ এগিয়ে চলেছে উন্নতি ও উন্নয়নের পথে। এমন পরিস্থিতিতে ওপেন এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যাটজিপিটির কারণে দেশে নতুন নতুন চাকরির ক্ষেত্র উন্মুক্ত হলে, তা দেশের অগ্রগতিতে বড় ভূমিকা নেবে। নতুন চাকরি সৃষ্টির পাশাপাশি, চ্যাটজিপটির হাত ধরে ভারতে বহু নতুন প্রকল্প আসতে পারে। তিনি আরও আশা প্রকাশ করেছেন, চ্যাটজিপিটি চালু হলে ভারতীয় নাগরিকদের বেতনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে। আসলে বিজ্ঞান বা প্রযুক্তি ক্ষেত্রে যখনই কোনও নতুন জিনিস আসে, তা আশীর্বাদ না অভিশাপ – এই নিয়ে চর্চা চলতেই থাকে। তবে অনন্ত নাগেশ্বরনের এই বক্তব্য, চাকরি হারানোর ভয়ে উদ্বিগ্ন ভারতীয়দের আশ্বস্ত করবে বলে মনে করা হচ্ছে।