Adani News: থাইল্যান্ডের বাজারেও নামল আদানি? উইলমারের হাত ছেড়ে নতুন হাত ধরল গৌতম আদানির সংস্থা

Adani News: বর্ষবরণের সময়কালেই সিঙ্গাপুরের সংস্থা উইলমার ইন্টারন্যাশনালের সঙ্গে চলা যৌথ ব্যবসা থেকে বেরিয়ে আসে আদানি গ্রুপ। এরপর কয়েক সপ্তাহ কাটতেই নতুন সঙ্গী।

Adani News: থাইল্যান্ডের বাজারেও নামল আদানি? উইলমারের হাত ছেড়ে নতুন হাত ধরল গৌতম আদানির সংস্থা
আদানি গোষ্ঠী কর্ণধার গৌতম আদানিImage Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Jan 08, 2025 | 3:45 PM

নয়াদিল্লি: নতুন বছর পড়তেই ভারতের বাইরে আরও এক দেশে নিজেদের ব্যবসা বাড়াল আদানি। সম্প্রতি, পেট্রোক্যামিক্যাল ব্য়বসায় দেশের বাইরে পা ফেলল আদানি। থাইল্যান্ডের সংস্থা ইন্দোরামা রিসোর্সের সঙ্গে হাত মিলিয়ে যৌথ উদ্দ্যোগে পেট্রোক্যামিক্যাল ব্যবসায় নামল আদানি গ্রুপ।

থাইল্যান্ডের সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার পরেই মহারাষ্ট্রের প্রথম প্রোজেক্ট পেয়েছে আদানি ও ইন্দোরামা রিসোর্সেস। আরব সাগরের পাশের এই রাজ্যে পরিশুদ্ধ টেরেফথ্যালিক অ্য়াসিড প্ল্যান্ট তৈরি করতে চলেছে তারা। গোটা পরিকল্পনার বাস্তবায়নে ইতিমধ্যে ৩ বিলিয়ন মার্কিন ডলার খরচ ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে পেট্রোক্যামিক্যাল পণ্যের বাজারে পা রেখেছে আদানি। আপাতত সেই ব্যবসাই দেশ ও বিদেশে সীমানা বাড়াতে থাইল্যান্ডের এই সংস্থার সঙ্গে হাত মেলালো গৌতম আদানির সংস্থা। অবশ্য, আদানি ও ইন্দোরামার এই যৌথ উদ্দ্যোগের ঘোষণার পর শেয়ার বাজারে আদানির স্টকের দামে যে বিশেষ প্রভাব দেখা গিয়েছে এমনটা নয়। তবে বিশেষজ্ঞদের ধারণা, পেট্রোক্যামিক্যাল পণ্যের বাজারে নিজেদের আধিপত্য বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নিয়েছে গৌতম আদানির সংস্থা।

প্রসঙ্গত, বর্ষবরণের সময়কালেই সিঙ্গাপুরের সংস্থা উইলমার ইন্টারন্যাশনালের সঙ্গে চলা যৌথ ব্যবসা থেকে বেরিয়ে আসে আদানি গ্রুপ। আন্তর্জাতিক এই সংস্থার স্বল্পমেয়াদি ভোগ্যপণ্যের ব্যবসা চালাত তারা। তবে এবার সেই ব্যবসা থেকেই নিজেদের অংশীদারি ২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে বিক্রি করে সেখান থেকে সরে এল গৌতম আদানির সংস্থা। এরপর কয়েক সপ্তাহ কাটতেই নতুন সঙ্গী। ইন্দোরামা রিসোর্সের সঙ্গে হাত মেলালো তারা।