PAN – Aadhaar Link: হাতে আর তিন মাস, এই কাজ না করলে নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড

নয়া দিল্লি: আর্থিক লেনদেন এবং পরিচয়ের প্রমাণ হিসেবে প্যান কার্ড এবং আধার কার্ড হল সবথেকে গুরুত্বপূর্ণ দুই নথি। এই দুটির মাধ্যমেই আয়কর বিভাগ কোনও ব্যক্তির আর্থিক লেনদেনের রেকর্ড রাখে। তাই এই দুটি ডেটাবেসের সংযোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত সরকার সমস্ত নাগরিকের জন্য এই দুই নথি সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে। প্রাথমিকভাবে প্যান-আধার সংযোগ করার শেষ তারিখ […]

PAN - Aadhaar Link: হাতে আর তিন মাস, এই কাজ না করলে নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2022 | 9:56 AM

নয়া দিল্লি: আর্থিক লেনদেন এবং পরিচয়ের প্রমাণ হিসেবে প্যান কার্ড এবং আধার কার্ড হল সবথেকে গুরুত্বপূর্ণ দুই নথি। এই দুটির মাধ্যমেই আয়কর বিভাগ কোনও ব্যক্তির আর্থিক লেনদেনের রেকর্ড রাখে। তাই এই দুটি ডেটাবেসের সংযোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত সরকার সমস্ত নাগরিকের জন্য এই দুই নথি সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে। প্রাথমিকভাবে প্যান-আধার সংযোগ করার শেষ তারিখ ছিল ২০২০ সালের ৩১ মার্চ। তবে কেন্দ্রের সর্বশেষ নির্দেশ অনুযায়ী, প্যান-আধার সংযোগ করার শেষ তারিখ ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। বহু নাগরিকই এখনও এই কাজটি করে উঠতে পরেননি। এই প্রেক্ষিতে গত শনিবার (২৪ ডিসেম্বর) আয়কর বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী বছরের মার্চের শেষের মধ্যে আধারের সঙ্গে প্যান সংযোগ না করা হলে, সেই প্যান কার্ডগুলি “নিষ্ক্রিয়” করে দেওয়া হবে।

তবে, দেশের কিছু নাগরিককে এই বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়া হচ্ছে। ২০১৭ সালের মে মাসে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, এই ছাড়ের তালিকায় আছেন অসম, জম্মু ও কাশ্মীর এবং মেঘালয় রাজ্যের বাসিন্দারা। তবে, বাকিদের ক্ষেত্রে প্যান – আধার সংযোগ না করা হলে, প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। সেই ক্ষেত্রে তাদের আয়কর আইনের অধীনে সমস্যায় পড়তে হবে। আইটি রিটার্ন ফাইল করা যাবে না। নিষ্ক্রিয় প্যানগুলিতে ট্যাক্স রিটার্নের সুবিধা পাওয়া যাবে না। উচ্চ হারে কর কাটা হবে। এছাড়া, ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক পোর্টালের মতো অন্যান্য বিভিন্ন ফোরামেও করদাতাকে অসুবিধার সম্মুখীন হতে হবে।

কীভাবে করা যাবে প্যান ও আধারের সংযোগ?

১. আয়কর ই-ফাইলিং পোর্টাল https://incometaxindiaefiling.gov.in খুলুন

২. যদি এতে ইতিমধ্যে নাম নিবন্ধিত না থাকে, নিবন্ধন করুন। প্যান নম্বরই হল ইউজ়ার আইডি

৩. ইউজার আইডি, পাসওয়ার্ড এবং জন্ম তারিখ লিখে লগ ইন করুন

৪. একটি পপ-আপ উইন্ডো খুলে যাবে। সেখানে আধারের সঙ্গে প্যান সংযোগ করার অনুরোধ জানানো হবে। তা না হলে মেনু বারে গিয়ে ‘প্রোফাইল সেটিংস’-এ যেতে হবে। সেখানে ‘লিঙ্ক আধার’-এ ক্লিক করতে হবে

৫. জন্ম তারিখ, লিঙ্গের মতো ইতিমধ্যেই প্যানে দেওয়া বিশদ বিবরণ উল্লেখ করা হবে

৬. আধারে উল্লিখিত বিশদ তথ্যাবলীর সঙ্গে স্ক্রিনে প্যানের বিবরণ যাচাই করতে হবে। কোনও অমিল থাকলে, দুই নথির কোনও একটির সংশোধন করতে হবে।

৭. বিশদগুলি তথ্যাবলী মিলে গেলে আপনার আধার নম্বর লিখে “এখনই লিঙ্ক করুন” বোতামে ক্লিক করতে হবে

৮. একটি পপ-আপ বার্তা জানাবে যে আধার সফলভাবে প্যানের সঙ্গে সংযোগ করা হয়েছে

৯. প্যান এবং আধার লিঙ্ক করতে https://www.utiitsl.com/ বা https://www.egov-nsdl.co.in/-এও যাওয়া যতে পারে

১০. এছাড়া এনএসডিএল (NSDL) অফিসে গিয়ে অফলাইনেও এই দুই নথি সংযুক্ত করা যেতে পারে