Videocon CEO Arrested: ব্যাঙ্ক প্রতারণার মামলায় গ্রেফতার ভিডিয়োকন-এর সিইও
ব্যাঙ্ক প্রতারণার মামলাতেই ভিডিয়োকনের সিইও বেণলুগোপাল ধুতকে গ্রেফতার করল সিবিআই। গত সপ্তাহেই আইসিআইসি ব্যাঙ্কের এমডি চন্দা কোছর এবং তাঁর স্বামী দীপক কোছরকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
নয়া দিল্লি: গ্রেফতার হলেন ভিডিয়োকন-এর সিইও (Videocon CEO)। ব্যাঙ্ক প্রতারণার মামলাতেই ভিডিয়োকনের সিইও বেণলুগোপাল ধুতকে (Venugopal Dhoot) গ্রেফতার করল সিবিআই। আইসিআইসি ব্যাঙ্ক থেকে কয়েক কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণার অভিযোগেই ভিডিয়োকনের কর্ণধারকে গ্রেফতার করল সিবিআই। গত সপ্তাহেই আইসিআইসি ব্যাঙ্কের এমডি চন্দা কোছর এবং তাঁর স্বামী দীপক কোছরকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)।
সিবিআই সূত্রে খবর, ভিডিয়োকনের সিইও বেণুগোপাল ধুত আইসিআইসি ব্যাঙ্ক থেকে ৩ হাজার ২৫০ কোটি টাকা লোন করে প্রতারণা করেছিলেন বলে অভিযোগ। আইসিআইসি ব্যাঙ্কের প্রাক্তন এমডি চন্দা কোছর বেণুগোপালের সংস্থা ভিডিয়োকনকে ঋণ পাইয়ে দিয়েছিলেন বলে সিবিআইয়ের অভিযোগ। আর এই কাণ্ডে দীপক কোছরেরও জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০০৯ সাল থেকে ২০১১ সালের মধ্যে আইসিআইসি ব্যাঙ্কের শিল্পপতি বেণুগোপাল ধুতকে ১ হাজার ৮৭৫ কোটি টাকার লোন বরাদ্দ করা হয়েছিল। আর ২০১৯ সালে ৬৪ কোটি টাকার লোন বরাদ্দ করা হয়। এরপর বেণুগোপাল ধুত আইসিআইসি ব্যাঙ্ক থেকে নেওয়া লোনের ৬৪ কোটি টাকা দীপক কোচারের কোম্পানি NuPower Renewables (NRL)-কে দিয়েছিলেন বলে অভিযোগ। এছাড়া ভিডিয়োকন গ্রুপের তরফে চন্দা কোছরের নামে মুম্বইয়ে একটি ফ্ল্যাট সহ প্রায় ৮০ কোটি টাকা দেওয়া হয় বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর।
এরপর ঋণ জালিয়াতির তথ্য নজরে আসতেই ভিডিয়োকন কর্ণধারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় আইসিআই ব্যাঙ্কের তরফে। ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত নেওয়া লোনগুলি ‘নন পারফর্মিং’ বলে ঘোষণা করে ব্যাঙ্ক। যদিও অভিযোগ অস্বীকার করেন চন্দা কোছর এবং দীপক কোছর। তবে এই অভিযোগ ওঠার পর ২০১৮ সালের অক্টোবরে চন্দাকে বরখাস্ত করে আইআইসিআই কর্তৃপক্ষ। তারপর মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। গত সপ্তাহে চন্দা কোছরকে গ্রেফতার করে সিবিআই। তার আগেই দীপক কোছরকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।