COVID-19: ভারতেও ঢুকে পড়ল বিএফ.৭? বিদেশ ফেরত ৪ যাত্রীর রিপোর্ট পজেটিভ আসতেই বাড়ল আতঙ্ক

Bihar Airport: জানা গিয়েছে, বিদেশ ফেরত চার যাত্রীদের মধ্যে একজন মায়ানমার, একজন থাইল্যান্ড ও দুইজন ইংল্যান্ড থেকে এসেছেন। তারা সকলেই বৌদ্ধগয়ায় এসেছিলেন।

COVID-19: ভারতেও ঢুকে পড়ল বিএফ.৭? বিদেশ ফেরত ৪ যাত্রীর রিপোর্ট পজেটিভ আসতেই বাড়ল আতঙ্ক
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2022 | 1:23 PM

পটনা: করোনা (COVID-19) নিয়ে ফের বাড়ল চিন্তা। বিদেশ ফেরত চার যাত্রীর করোনা রিপোর্ট পজেটিভ (COVID Positive Report)আসল। সোমবার বিহারের গয়া বিমানবন্দরে বিদেশ থেকে আগত চার যাত্রীর আরটি-পিসিআর পরীক্ষায় (RT-PCR Test) করোনা রিপোর্ট পজেটিভ আসে। আপাতত ওই চারজন যাত্রীদের একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। জানা গিয়েছে, বিদেশ ফেরত চার যাত্রীদের মধ্যে একজন মায়ানমার, একজন থাইল্যান্ড ও দুইজন ইংল্যান্ড থেকে এসেছেন। তারা সকলেই বৌদ্ধগয়ায় এসেছিলেন।

চিন, জাপান, আমেরিকা, দক্ষিণ কোরিয়া সহ একাধিক দেশে করোনা সংক্রমণ বাড়তেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। করোনা মোকাবিলা করতে ঘনঘন বৈঠকে বসেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বৈঠকেই করোনা মোকাবিলায় করোনা পরীক্ষা, জিনোম সিকোয়েন্সিং বাড়ানোর যেমন পরামর্শ দেওয়া হয়, তেমনই বিমানবন্দরগুলিতেও নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

গত সপ্তাহেই স্বাস্থ্য মন্ত্রক দেশের সমস্ত বিমানবন্দরে চিন,  জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং ও থাইল্যান্ড ফেরত যাত্রীদের বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষার নির্দেশ দেয়। এরপরই আজ বিহারের গয়া বিমানবন্দরে চার যাত্রীর করোনা রিপোর্ট পদেটিভ আসে। গয়া জেলার মেডিক্য়াল অফিসার ইনচার্জ ডঃ রঞ্জন সিং জানান, যে চারজন বিদেশফেরত যাত্রীর করোনা রিপোর্ট পজেটিভ এসেছে, তাদের কারেরওই সংক্রমণ গুরুতর নয়। তবে প্রশাসনের তরফে সতর্কতাবশে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে।

উল্লেখ্য, এর আগে রবিবার চিন ফেরত এক ব্যক্তির করোনা রিপোর্ট পজেটিভ আসে। জানা গিয়েছে, গত ২৩ ডিসেম্বর বছর ৪০-র ওই ব্যক্তি চিন থেকে উত্তর প্রদেশের আগ্রায় এসেছিলেন। দিল্লির একটি বেসরকারি স্বাস্থ্য়কেন্দ্র থেকে তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন, রবিবার তাঁর রিপোর্ট পজেটিভ আসে। এরপরই সতর্কতা জারি করা হয়। চিন ফেরত ওই যাত্রীর সংস্পর্শে যারা এসেছিলেন, তাদেরও করোনা পরীক্ষা করা হবে। আক্রান্ত ব্যক্তির নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্যও পাঠানো হয়েছে।