গোটা বিশ্বেই এখন আর্থিক মন্দা এসে পড়েছে। একের পর এক বহুজাতিক সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। এর মধ্যে তালিকায় একদম শীর্ষে রয়েছে আইটি সংস্থাগুলি। সেখানে এবার নাম লেখাল পেপসিকো (Pepsico Inc)।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, পেপসিকো উত্তর আমেরিকার প্রধান কার্যালয় থেকে কর্মী ছাঁটাই করছে। জানা গিয়েছে, প্রায় ১০০ জন কর্মীকে ছাঁটাই করা হবে।
সংস্থার হেডকোয়ার্টার নিউ ইয়র্কের পার্চেস এবং শিকাগো, টেক্সাস ও প্লেনোতে স্ন্যাক ও প্যাকেজ খাবারের হেডকোয়ার্টারের কর্মীদের ছাঁটাই করা হবে।
ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির কর্মীদের একটি মেমো দিয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, আরও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য সংস্থার সরলীকরণ করতে এই পদক্ষেপ করা হয়েছে।
ডরিটোস, লেইস চিপস, কোয়াকার ওটস ও পেপসি কোল্ড ড্রিঙ্কসের মতো খাদ্যদ্রব্য সারা বিশ্বে বিক্রি করে থাকে এই সংস্থা। গোটা বিশ্বে প্রায় ৩০৯,০০০ কর্মী কাজ করেন এই সংস্থায়।