AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অবসরের জন্য সঞ্চয় করতে চান? তাহলে জেনে নিন EPF, VPF এবং PPF-এর পার্থক্য

Savings for retirement: চাকরিপ্রার্থীদের সবথেকে বড় উদ্বেগ হল তাদের অবসরকালীন তহবিল তৈরি করা। আপনি হয়ত EPF এবং PPF-এর কথা শুনেছেন। কিন্তু, VPF-এর কথা কি জানেন? আসুন জেনে নেওয়া যাক।

অবসরের জন্য সঞ্চয় করতে চান? তাহলে জেনে নিন EPF, VPF এবং PPF-এর পার্থক্য
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: May 16, 2023 | 7:15 AM
Share

নয়া দিল্লি: অবসরকালীন তহবিল তৈরির প্রসঙ্গ উঠলে সকলেই ইপিএফ এবং পিপিএফ-এর কথা বলেন। আপনিও নিশ্চয়ই এই দুই সঞ্চয় প্রকল্প সম্পর্কে শুনেছেন। কিন্তু আপনি কি কখনও ভিপিএফ (VPF)-এর কথা শুনেছেন? বা ইপিএফ এবং পিপিএফ-এর সঙ্গে ভিপিএফ-এর কী পার্থক্য জানেন? যদি না জেনে থাকেন, তবে এই খবরটি আপনারই জন্য। ইপিএফ, পিপিএফ এবং ভিপিএফ হল কেন্দ্রীয় সরকারের সমর্থিত তিনটি অবসরকালীন সঞ্চয় প্রকল্প। আসুন, এই প্রকল্পগুলি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক –

ইপিএফ, ভিপিএফ এবং পিপিএফ-এর মধ্যে পার্থক্য কি?

ইপিএফ হল এম্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, ভিপিএফ ‘ভলান্টিয়ারি প্রভিডেন্ট ফান্ড’ এবং পিপিএফ হল ‘পাবলিক প্রভিডেন্ট ফান্ড’ বলা হয়। এই তিনটির মধ্যে বেশ কিছু পার্থক্য আছে।

সংগঠিত ক্ষেত্রের কর্মীদের অবসর গ্রহণের সময় আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে ইপিএফ। এতে, কোনও সংস্থার কর্মীরা তাদের মূল বেতন এবং মহার্ঘ ভাতা-সহ তাদের বেতনের ১২ শতাংশ অবদান রাখে। সংস্থাও একই পরিমাণ অবদান রাখে। এর সুদের হার নির্ধারণ করে ইপিএফও।

ভিপিএফ-কে বলা যেতে পারে ইপিএফ-এর এক্সটেনশন। এতে একজন ব্যক্তি তাঁর মূল বেতন ও মহার্ঘভাতার সর্বোচ্চ ১০০ শতাংশ এই তহবিলে রাখতে পারেন। এর সুদও ইপিএফ-এর হিসেবে গণনা করা হয়। ভিপিএফ-এ অবদান আপনার অবসর গ্রহণকে ইপিএফের মতোই নিরাপদ করে তোলে।

পিপিএফ হল একটি সরকারী গ্যারান্টি এবং আয়ের নিরাপত্তা প্রদানকারী সহজ স্কিম। এর সুদ সরকার প্রতি ত্রৈমাসিকে নির্ধারণ করে। এটি ইপিএফের মতোই, তবে যে কেউ এতে বিনিয়োগ করতে পারেন।

কোন স্কিম কার জন্য উপযুক্ত?

সাধারণত যারা মাসে মাসে বেতন পায়, অর্থাৎ বেতনভোগী শ্রেণি, ইপিএফ এবং ভিপিএফ তাদের জন্য একটি ভাল বিনিয়োগের জায়গা। আর যারা নিজস্ব ব্যবসা করেন, পিপিএফ স্কিম তাদের জন্য ভাল। পিপিএফ একটি নিরাপদ এবং ভাল রিটার্নের বিনিয়োগের জায়গা বলে মনে করা হয়।