Personal Loan: সুদের হারে সামান্য পার্থক্য, বাঁচবে আপনার হাজার হাজার টাকা!
Interest Rates of Personal Loan: ধরুন, আপনি ৫ বছরের জন্য ১০ লক্ষ টাকার পার্সোনাল লোন নিলেন। যদি সুদের হার ১০ শতাংশ না হয়ে ৯.৫ শতাংশ হয়, তবে আপনার সাশ্রয় হবে ১৪,৭১১ টাকা। আর লোনের অঙ্ক যদি ২০ লক্ষ টাকা হয় এবং অন্যান্য শর্ত একই থাকে, তবে সাশ্রয়ের পরিমাণ প্রায় দ্বিগুণ, অর্থাৎ ২৯,৪২২ টাকা!

হঠাৎ আপনার অর্থের প্রয়োজন হয়েছে। তাহলে কী ধরনের লোন আপনি নেবেন? যদি আপনার কোনও ফিক্সড ডিপোজিট থাকে তাহলে সেই ফিক্সড ডিপোজিটের উপর আপনি লোন নিতে পারে। এই নিয়ে বিভিন্ন ব্যাঙ্কের বিভিন্ন ধরনের নিয়ম থাকে। কিন্তু ফিক্সড ডিপোজিট তো সকলের থাকে না। তাহলে সেই ক্ষেত্রে একমাত্র উপায় হল পার্সোনাল লোন। অবে পার্সোনাল লোনের ক্ষেত্রে সুদের হারে সামান্য হেরফেরেও আপনার হাজার হাজার টাকা বাড়তি খরচ হতে পারে।
অঙ্কের হিসাব
অঙ্ক কষলে বিষয়টি পরিষ্কার হবে। ধরুন, আপনি ৫ বছরের জন্য ১০ লক্ষ টাকার পার্সোনাল লোন নিলেন। যদি সুদের হার ১০ শতাংশ না হয়ে ৯.৫ শতাংশ হয়, তবে আপনার সাশ্রয় হবে ১৪,৭১১ টাকা। আর লোনের অঙ্ক যদি ২০ লক্ষ টাকা হয় এবং অন্যান্য শর্ত একই থাকে, তবে সাশ্রয়ের পরিমাণ প্রায় দ্বিগুণ, অর্থাৎ ২৯,৪২২ টাকা! আর লোন নেওয়ার আগে এই একটা ছোট্ট হিসাবই আপনার কাছে একটা বিরাট পাওনা হতে পারে।
কোন ব্যাঙ্কের কত সুদ?
প্রতিটা ব্যাঙ্ক সময়ের সঙ্গে সঙ্গে তাদের সুদের হারে পরিবর্তন করে। ফলে, আজ যে সুদের হার চলছে আগামিকাল সেটা নাও থাকতে পারে। এ ছাড়াও ব্যাঙ্কের দুই গ্রাহকের মধ্যেও সুদের হার আলাদা হতে পারে। এই পার্থক্যটা যদিও নির্ভর করে আপনার ক্রেডিট স্কোরের উপর। তবে লোন নেওয়ার ক্ষেত্রে শুধু সুদ নয়, নজর রাখতে হবে আপনার লোনের প্রসেসিং ফি-র দিকেও।
- অ্যাক্সিস ব্যাঙ্ক: এই বেসরকারি ব্যাঙ্কের পার্সোনাল লোনের সুদের হার শুরু হচ্ছে ৯.৫ শতাংশ থেকে যা সর্বোচ্চ ২১.৫৫ শতাংশ হতে পারে। এ ছাড়াও প্রসেসিং ফি দিতে হবে ২ শতাংশ।
- এইচডিএফসি ব্যাঙ্ক: চাকরিজীবীদের জন্য এই ব্যাঙ্ক ৯.৯৯ শতাংশ থেকে ২৪ শতাংশের মধ্যে সুদ নিয়ে থাকে। এ ছাড়াও প্রসেসিং ফি হিসাবে তারা আরও ৬ হাজার ৫০০ টাকা ও জিএসটি নিয়ে থাকে।
- আইসিআইসিআই ব্যাঙ্ক: আইসিআইসিআই ব্যাঙ্কে পার্সোনাল লোনে সুদের হার থাকে ১০.৪৫ শতাংশ থেকে ১৬.৫০ শতাংশের মধ্যে। এর উপর ২ শতাংশ প্রসেসিং ফিও দিতে হয়।
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক পার্সোনাল লোনের জন্য ১০.০৫ শতাংশ থেকে ১৫.০৫ শতাংশের মধ্যে সুদ নিয়ে থাকে।
- কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক: এই বেসরকারি ব্যাঙ্কে পার্সোনাল লোনের ক্ষেত্রে লোনের সুদের হার ১০.৯৯ শতাংশের বেশি। এ ছাড়াও প্রসেসিং চার্জ হতে পারে ৫ শতাংশ পর্যন্ত।
এই মুহূর্তে বাজারে একাধিক পার্সোনাল লোনের স্কিম চালু রয়েছে। আর সেই কারণেই শুধু সুদের হার নয়, প্রসেসিং ফি, প্রিপেমেন্ট চার্জ এবং লোনের অন্যান্য শর্তাবলী ভালভাবে জেনে নিয়ে তারপরই আপনার জন্য কোন লোনটা সঠিক, সেটা বেছে নিতে হবে আপনাকে। আপনার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তই আপনাকে একটা বিরাট আর্থিক স্বস্তি এনে দিতে পারে।
- কোথাও থেকে কোনও ঋণ নিতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা ঋণ নেওয়া নিয়ে কোনও উপদেশ দেয় না।
- বিশেষ দ্রষ্টব্য: যে কোনও ঋণের ক্ষেত্রেই একটা ঝুঁকি রয়েছে। ফলে, আগে ঋণ নেওয়ার আগে সেই সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর সিদ্ধান্ত নেবেন।
