কলকাতা: জ্বালানির দুর্ভোগের সম্মুখীন সারা দেশের মানুষ। গত কয়েক মাসে সারা দেশজুড়ে লাগাতার বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম। শুধুমাত্র চলতি মাসেই পেট্রোলের দাম বেড়েছে ২৫ বার। শুধু তাই নয় শুধুমাত্র চলতি মাসেই দুই জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ৫ টাকারও বেশি। এই অবস্থায় সারা দেশজুড়েই চলছে প্রতিবাদ। আর এর মধ্যে আজ শুক্রবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। আইওসিএলের মোতাবেক এদিন পেট্রোলের দাম ফের ৩৪ পয়সা বেড়েছে, অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে ৩৫ পয়সা। কলকাতা এদিন পেট্রোলের দাম ১০৯.১২ টাকা এবং ডিজেলের দাম ১০০.৪৯ টাকা।
সারা দেশের পাশাপাশি কলকাতাতেও চলছে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ। কদিন আগেই কলকাতায় ডিজেল সেঞ্চুরি করেছে। যে কারণে সমস্যায় পড়েছেন গাড়ি চালকেরাও। গতকালই পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ করেছিল পেট্রোল পাম্পগুলি। গতকাল সন্ধেবেলা তারা কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলের পেট্রোল পাম্পগুলির আলো নিভিয়ে এবং আধঘণ্টা পেট্রোল ডিজেলের বিক্রি বন্ধ রেখে প্রতীকী প্রতিবাদ জানিয়েছিল। পাশাপাশি রাসবিহারী এলাকায় অ্যাপ ক্যাবের চালকরা প্রতীকী প্রতিবাদ হিসেবে নুনভাত খেয়ে প্রতিবাদ জানিয়েছিলেন।
এ ব্যাপারে পশ্চিমবঙ্গের পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সেন জানিয়েছেন, ডিজেলের দামও বৃহস্পতিবার ১০০ টাকা পেরিয়ে গেল। এটা কালো দিন। এনিয়ে আমরা তাই প্রতিবাদ জানাতে চাইছি। সন্ধে ৭টা থেকে ৭.৩০ পর্যন্ত পেট্রোল ডিজেলের বিক্রি বন্ধ থাকবে। আমরা ওই সময় পাম্পের আলো নিভিয়ে প্রতিবাদ জানাব। প্রসঙ্গত গতকাল ওই আধ ঘন্টার প্রতিবাদে রাজ্যের প্রায় ৬০০ পেট্রোল পাম্প এই প্রতীকী প্রতিবাদে শামিল হয়েছিল। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগানা জেলাতেও এই প্রতিবাদ সংগঠিত হয়েছিল।
এদিন আইওসিএলের প্রকাশিত দর অনুযায়ী রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ১০৮.৬৪ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৭.৩৭ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১১৪.৪৭ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ১০৫.৪৯ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৫.৪৩ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ১০১.৫৯ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ১০৯.১২ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ১০০.৪৯ টাকা।
প্রসঙ্গত পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারিগুলির মধ্যে তরজা চলছে। পেট্রোল এবং ডিজেলের দাম কমাতে কেন্দ্রীয় সরকার দুই জ্বালানি তেলকেই এক কর ব্যবস্থা অর্থাৎ জিএসটির আওতায় আনতে চেয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সহ বেশকিছু রাজ্য এই সিদ্ধান্তে রাজি হয়নি। জ্বালানি তেলের উপর কেন্দ্র এবং রাজ্য সরকার আলাদা আলাদা ট্যাক্স উসুল করে।
আরও পড়ুন: IRCTC: আইআরসিটিসির সুবিধা সংক্রান্ত ফি নিয়ে নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করল ভারতীয় রেল