PM Kisan Yojana: দিওয়ালির আগেই বড় ‘উপহার’ মোদীর, পিএম কিষাণের ১২ তম কিস্তির টাকা পেলেন কৃষকরা
PM Kisan Yojana: পিএম কিষাণের ১২ তম কিস্তির টাকা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কিস্তিতে মোট ১৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
নয়া দিল্লি: দিওয়ালির আগেই লক্ষ্মীলাভ দেশের কৃষকদের। সোমবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana)-র ১২ তম কিস্তির টাকা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নয়া দিল্লিতে দু’দিনের পিএম-কিষাণ সম্মেলন ২০২২ এর উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। সেই মঞ্চ থেকেই পিএম কিষাণ যোজনার অধীনে সুবিধাভোগী কৃষকদের জন্য ২ হাজার টাকা করে পাঠালেন মোদী। কৃষকরা সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১২ তম কিস্তির দুই হাজার টাকা পেয়ে যাবেন।
এই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘পিএম কিষাণ যোজনার অধীনে দেশজুড়ে সুবিধাভোগী কৃষকদের মোট ১৬,০০০ কোটি টাকা পাঠানো হয়েছে। এদিকে ‘এক দেশ, এক সার’ এর অধীনে কৃষকদের কম দামে ও ভাল মানের সার দেওয়া হবে।’ প্রসঙ্গত, পিএম কিষাণ যোজনার অধীনে সোমবার কৃষকদের দিওয়ালির উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আধুনিক ডিজিটাল প্রযুক্তির সাহায্যে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সুবিধাভোগী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে। এবার মোট ১৬ হাজার কোটি টাকা খরচ হচ্ছে। এর আগে গত মে মাসে পিএম কিষাণের ১১ তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, পিএম কিষাণ যোজনার অধীনে দেশের সমস্ত কৃষকদের আর্থিক সাহায্য় করা হয় কেন্দ্রের তরফে। কৃষকদের চার মাস অন্তর অন্তর ২ হাজার টাকা করে সুবিধাভোগী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা পাঠানো হয়। ২০১৯ সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনার সূচনা করেছিলেন। কেন্দ্রীয় কৃষি ও কল্যাণ মন্ত্রকের অধীনে এই প্রধানমন্ত্রী কিষাণ যোজনা পরিচালিত হয়।