News 9 Global Summit: বিদেশের মাটিতে নিউজ9 গ্লোবাল সামিট! বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
News 9 Global Summit: TV9-এর গ্লোবাল সামিটে বক্তব্য রাখবেন প্রধান নরেন্দ্র মোদী। থাকবেন বিশ্বের ৫০টি দেশের বড় বড় নেতারা।
ভারতের গন্ডি ছাড়িয়ে এখন বিশ্বের দরবারে হাজির TV9 গ্রুপ। আয়োজিত হতে চলেছে এই বছরের TV9 গ্রুপের নিউজ-9 গ্লোবাল সামিট। তাও আবার জার্মানিতে। আগামী ২১ থেকে ২৩ নভেম্বর জার্মানির স্টুটগার্টের এমএইচপি অ্যারেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই শীর্ষ সম্মেলন। TV9-এর গ্লোবাল সামিটে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকবেন বিশ্বের ৫০টি দেশের বড় বড় নেতারা। ২২ শে নভেম্বর এই সম্মেলনে বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী।
প্রথমবার ভারতের বাইরে অনুষ্ঠিত হওয়া এই অধিবেশনে ভারত ও জার্মানির উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হবে। এর পাশাপাশি উন্নয়ন সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নেতৃত্বরা তাঁদের বক্তব্য এই সম্মেলনের মাধ্যমে তুলে ধরবেন বিশ্বের দরবারে।
TV9 গ্রুপের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর বরুণ দাস এই বিষয়ে বলেন, “ভারতের কোনও মিডিয়া সংস্থা এই প্রথম এত বড় মাপে, ভারতের বাইরে তাঁদের শীর্ষ সম্মেলনের আয়োজন করছে। এই সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন ৫০ দেশের রাজনৈতিক নেতা, মন্ত্রী বা প্রতিনিধিরাও। আমাদের এই সম্মেলনে বিশ্বব্যাপী পরিচিত কয়েকজন বিজনেস আইকনকেও সম্মানিত করা হবে।”
TV9-এর গ্লোবাল সামিট শুরু হবে ২১ নভেম্বর। প্রথম দিন ভারত ও জার্মানির জাতীয় সঙ্গীতের মাধ্যমে শীর্ষ সম্মেলন শুরু হবে। এতে বিভিন্ন সেশনে দেশ ও বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা তাদের মতামত তুলে ধরবেন।
সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থাৎ ২২ নভেম্বের বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল ইকোনমি নিয়ে আলোচনা হবে এই দিন। ভারত এবং জার্মানির মধ্যে উন্নয়নের বিষয়গুলি নিয়েও আলোচনা হবে।
কেবল এগুলিই নয়, তার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতির উপরেও গুরুতর আলোচনা হবে TV9 গ্রুপের নিউজ-9 গ্লোবাল সামিটে। এই সব বিষয় ছাড়াও শীর্ষ সম্মেলনে আরও অনেক বিষয় এবং বিশ্বব্যাপী সমস্যা নিয়ে আলোচনা হবে। ভারত ও জার্মানির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যেই TV9 নেটওয়ার্কের এই অভিনব উদ্যোগ। এই সম্মেলনে ভারত ও জার্মানির অনেক ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রতিনিধিরাও অংশ নেবেন।