নয়া দিল্লি ও কলকাতা : উৎসবের মরসুমে সুখবর গ্রাহকদের জন্য। ষষ্ঠীর সকালে কমল ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম। তবে সব ধরনের এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে দাম কমেনি। নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই এই দামের পতন হয়েছে। তেল বিপণন সংস্থাগুলি অবিলম্বে প্রতি ইউনিট বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়েছে ২৫.৫০ টাকা করে। সর্বশেষ দাম অনুযায়ী, রাজধানীতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম হবে ১ হাজার ৮৫৯ টাকা। যেখানে আগে এর দাম পড়ত ১,৮৮৫ টাকা।
ষষ্ঠীতে মায়ের বোধনের সঙ্গে সঙ্গে কলকাতায় দাম কমল এলপিজি সিলিন্ডারের দাম। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী, কলকাতায় ভর্তুকিহীন ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে ৩৬.৫ টাকা। আগে কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম ছিল ১,৯৯৫.৫০ টাকা। এখন তা কমে হল ১,৯৫৯ টাকা। এদিকে মুম্বইতে ১৯ কেজি সিলিন্ডারের দাম কমেছে ৩২.৫ টাকা। চেন্নাইয়ে কমেছে ৩৫.৫ টাকা। মুম্বইতে এখন ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১,৮১১.৫০ টাকা। চেন্নাইতে তা হয়েছে ২.০০৯.৫০ টাকা।
প্রসঙ্গত, শুধুমাত্র বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামই কমেছে। রান্নার গ্যাস বা ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমেনি। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে কলকাতায় ১৪.২ গ্যাস সিলিন্ডারের দাম ১,০৭৯ টাকা। দিল্লিতে যার দাম পড়ে ১,০৫৩ টাকা। মুম্বই ও চেন্নাইতে এই দাম যথাক্রমে ১,০৫২.৫ টাকা ও ১,০৬৮.৫ টাকা।
পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় গ্য়াসের দাম :
ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী, বাঁকুড়াতে ভর্তুকিহীন ১৪.২ কেজি এলপিজি গ্যা সিলিন্ডারের দাম ১,০৯১.৫ টাকা। বীরভূমে ১১০.৫ টাকা, কোচবিহারে ১,১০৬.৫ টাকা, দার্জিলিঙে দাম ১,১০৬ টাকা, দক্ষিণ দিনাজপুরে ১,১৫১.৫ টাকা। হুগলিতে রান্নার গ্যাসের দাম ১,০৮৯ টাকা। উত্তর ২৪ পরগনায় দাম ১,০৭৯ টাকা। পুরুলিয়া ১৪.২ এলপিজি সিলিন্ডারের দাম সামান্য বেশি। সেখানে গ্যাস সিলিন্ডারের দাম ১,১০০ টাকা। দক্ষিণ ২৪ পরগনায় দাম ১,০৭৯ টাকা, উত্তর দিনাজপুরে ১,১৫১.৫ টাকা, পশ্চিম মেদিনীপুরে ১,০৭২ টাকা পড়ছে। হাওড়ায় ১৪.২ এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১,০৮০.৫ টাকা, জলপাইগুড়িতে দাম ১,১০৬.৫ টাকা, পূর্ব মেদিনীপুরে ১,০৫৫ টাকা এবং মুর্শিদাবাদে ১,০৯৭ টাকা।