Gold-Silver Price: সোনা-রুপোর দামে ‘ব্রেক’, কত করে যাচ্ছে আজ কলকাতায়?
গত গত কয়েক মাস ধরেই একটানা বাড়ছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে ডলারের দামের পতনের কারণে, লগ্নিকারীদের মধ্যে সোনায় লগ্নির চাহিদা বাড়ছিল। সোনার দামের সঙ্গে পাল্লা দিয়ে কমে-বাড়ে রুপোর দামও। এদিন কলকাতায় কত যাচ্ছে এই দুই মূল্যবান ধাতুর দাম?
কলকাতা: সোমবার থেকে ফের বিনিয়োগকারীরা পাবেন আরবিআই-এর সভেরিন গোল্ড বন্ডে বিনিয়োগ করার সুযোগ। চলতি বছরের তৃতীয় সিরিজ খুলছে এদিন থেকে। তবে, সপ্তাহের প্রথম দিনে অপরিবর্তিতই রয়েছে হলুদ ধাতুর দাম। goodreturns.in-এর তথ্য অনুসারে, এদিন কলকাতায় ২২-ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম রয়েছে ৫৭,৩০০ টাকা এবং ২৪-ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম রয়েছে ৬২,৫১০ টাকা।
গত গত কয়েক মাস ধরেই একটানা বাড়ছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে ডলারের দামের পতনের কারণে, লগ্নিকারীদের মধ্যে সোনায় লগ্নির চাহিদা বাড়ছিল। আর তাতে ভর করেই হুহু করে বাড়ছিল সোনার দাম। তবে, গত শনিবার এক দিনে অনেকটা কমেছিল সোনার দাম। সপ্তাহের প্রথম দিনটাতেও সেই দাম অপরিবর্তিতই থাকল।
সোনার দামের সঙ্গে পাল্লা দিয়ে কমে-বাড়ে রুপোর দামও। যখন সোনার দাম বেড়ে যায়, তখন রুপোর দামও বাড়তে থাকে। গত কয়েক মাস ধরে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায়, রুপোর দামও বেড়েছে। এর প্রভাব পড়েছে কলকাতাতেও। চলতি বছরের শুরু থেকে বর্তমানে রুপোর দাম প্রায় ৫ থেকে ৭ শতাংশ বেড়েছে। গত বুধ ও বৃহস্পতিবারে, দুদিনে প্রায় ৩৫০০ টাকা বেড়েছিল ১০ গ্রাম রুপোর দাম। সোনার মতোই শনিবার দাম কিছুটা কমেছিল রুপোরও। সোমবার সেই দাম অপরিবর্তিত রয়েছে। এদিন, কলকাতায় ১০ গ্রাম রুপোর দাম রয়েছে ৭৭৭ টাকা।