Gold Price Today : অক্ষয় তৃতীয়ায় সোনা কিনবেন ভাবছেন? জেনে নিন দাম কত

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 03, 2022 | 1:46 PM

Gold Price Today : অক্ষয় তূতীয়ায় সুখবর সোনা ক্রেতাদের জন্য। এদিন সোনার দাম অপিরবর্তিত থাকল। রুপোর দাম সামান্য কমল।

Gold Price Today : অক্ষয় তৃতীয়ায় সোনা কিনবেন ভাবছেন? জেনে নিন দাম কত
ছবি সৌজন্যে : PTI

Follow Us

কলকাতা : মঙ্গলবার খুশির ঈদ। এর পাশাপাশি আজ অক্ষয় তৃতীয়াও। এই উৎসবের মরশুমে সোনার দোকানে ভিড় হতেই পারে। এদিকে বৈশাখ মাসও পড়ে গিয়েছে। বিয়ের মরশুম চলছে। বিয়ে উপলক্ষে কনের গয়না থেকে শুরু করে উপহারের জন্য খুচরো গয়না তালিকায় থেকেই যায়। তাই রোজকারের সোনার দাম জেনে রাখাটা প্রয়োজনীয়। যদি কোনওদিন সোনার দামটা একটু কমে তাহলে ঝোপ বুঝে কোপ মেরে দেওয়াই যেতে পারে। অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে ক্রেতাদের জন্য সুখবর। গতকালের সোনার দামই আজ বহাল রয়েছে। গত সাতদিনে এই প্রথম অপরিবর্তিত রইল সোনার দাম। এই প্রতিবেদন লেখার সময় এমসিএক্স সূচকে সোনার দাম অপরিবর্তিত রয়েছে। দেখে নেওয়া যাক সোনার কত দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,২০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭২,০০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৭৬০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭২০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৫১০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৫,১০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,২০৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৫১ টাকা

সোনার দাম অপরিবর্তিত থাকলেও রুপোর দামে হেরফের লক্ষ্যণীয়। গতকালের তুলনায় ১ কেজি রুপোর দাম কমেছে ৪০০ টাকা। মধ্যবিত্তদের কাছে ৪০০ টাকাও অনেকটা তা বলাই বাহুল্য। এই প্রতিবেদনটি লেখার সময় এক কেজি রুপোর বাটের দাম হয়েছে ৬২ হাজার ৩০০ টাকা। যেখানে গতকাল এক কেজি রুপোর বাটের দাম ছিল ৬২ হাজার ৭০০ টাকা।

এদিকে দিল্লিতেও সোনার দাম অপরিবর্তিত রয়েছে। এদিন ২২ ক্য়ারেট হলমার্ক সোনার (১০ গ্রাম) দাম ৪৭ হাজার ২০০ টাকা। ২৪ ক্যারেট পাকা সোনার (১০ গ্রাম) দাম ৫১ হাজার ৫১০ টাকা। দিল্লিতে এক কেজি রুপোর বাটের দাম কমে হয়েছে ৬২ হাজার ৩০০ টাকা।

আরও পড়ুন : Financial Change Update: মে মাসে আপনার ‘গ্যাঁটের কড়ি’ এদিক-ওদিক হতে পারে এই পরিবর্তনগুলির জন্য

Next Article