Gold Price Today : বিরাট সুখবর, ১০ গ্রাম সোনা এখন মাত্র এই দামে

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 02, 2022 | 7:44 PM

Gold Price : অক্ষয়তৃতীয়ার আগে সোনা-রূপোর দামে বড় পতন। সস্তা হল সোনা ও রূপো।

Gold Price Today :  বিরাট সুখবর, ১০ গ্রাম সোনা এখন মাত্র এই দামে
ছবি সৌজন্যে : PTI

Follow Us

কলকাতা : বৈশাখ মাস। এমনিতেই বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। এর পাশাপাশি আগামীকাল অক্ষয় তৃতীয়া। সেই উপলক্ষে বাঙালিদের মধ্যে সোনা কেনার প্রবণতা দেখা যায়। এই আবহে খুশির খবর স্বর্ণ ক্রেতাদের জন্য। বৈশাখ মাসে এক লাফে অনেকটা দাম কমল সোনার। রূপোও অনেকটা সস্তা হয়েছে। এপ্রিলের দ্বিতীয় দিনে সোনায় মোড়া খুশির খবর দিল সোনার বাজার। মধ্যবিত্তরা এবার প্রয়োজনে সোনার দিকে হাত বাড়াতে পারেন।

এক লাফে অনেকটা দাম কমল সোনার। সোমবারের এমসিএক্স সূচক অনুযায়ী ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১১৯ টাকা কমে হয়েছে ৪ হাজার ৮৩৯ টাকা। এক নজরে দেখে নেওয়া যাক জিএসটি ছাড়া সোনা রূপোর দাম কত ছিল,

• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫১,৫১০ টাকা।

• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৪৮,৩৯০ টাকা।

• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম)- ৫০,৬০০ টাকা।

• এক কেজি রুপোর বাট – ৬২,৭০০ টাকা।

• এক কেজি খুচরো রুপো – ৬৪,২০০ টাকা।

উল্লেখ্য, গতকাল অর্থাৎ রবিবার সোনা ও রূপো উভয়ের দামই এদিনের থেকে অনেকটা বেশি ছিল। গতকাল ২৪ ক্যারেট পাকা সোনার (১০ গ্রাম) দাম ছিল ৫২ হাজার ৭৯০ টাকা। ২২ ক্যারেট গয়না সোনার দাম (১০ গ্রাম) ছিল ৪৮ হাজার ৩৯০ টাকা। সেখানে গতকালের থেকে রূপোর দামেও অনেকটা পতন হয়েছে। গতকাল ১ কেজি রূপোর বাটের দাম ছিল ৬৩,৫০০ টাকা।

আরও পড়ুন : Mamata-Abhishek: কবে অভিষেককে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেবেন মমতা? জানুন কুণালের পূর্বাভাস

আরও পড়ুন : Lakshmir Bhandar: আরও ২০ লাখ মহিলা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, দেবেন খোদ মুখ্যমন্ত্রী

আরও পড়ুন : West Bengal Weather Update: আকাশে মেঘ জমা শুরু, আজও কালবৈশাখীর সঙ্গে ঝেঁপে বৃষ্টি… কোথায় কোথায় জানাল হাওয়া অফিস

Next Article