2000 Note: ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়ার সময় বাড়ল

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Sep 30, 2023 | 5:39 PM

RBI: চলতি বছরের ১৯ মে আরবিআই বিবৃতি দিয়ে ২০০০ টাকা প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করে। তবে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত ২০০০ টাকার নোট যে কোনও ব্যাঙ্কে বা আরবিআই-এর আঞ্চলিক শাখাগুলিতে বিনিময় করা যাবে বলে জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। এবার সময় বাড়লেও যে কোনও ব্যাঙ্কে বদল করা যাবে না।

2000 Note: ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়ার সময় বাড়ল
২ হাজার টাকার নোট।
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: বাড়িতে ২০০০ টাকার নোট (2000 Note) এখনও রয়ে গিয়েছে? আজ, ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্কে জমা দেওয়ার শেষদিনেও সেটি জমা দেওয়া হয়ে ওঠেনি? আর চিন্তা নেই। ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা দেওয়ার সময়সীমা ৭ দিন বাড়ল। শনিবার, বিজ্ঞপ্তি দিয়ে ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। ফলে আগামী ৭ অক্টোবর পর্যন্ত ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা দেওয়া যাবে। তবে সমস্ত ব্যাঙ্কে এই নোট বদল হবে না।

আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, ৭ অক্টোবর, ২০২৩ পর্যন্ত ২০০০ টাকার নোট ব্যাঙ্কে বদল করা যাবে। তবে সমস্ত ব্যাঙ্কে এই নোট বদল হবে না। কেবল আরবিআইয়ের ১৯টি শাখায় ২০০০ টাকার নোট বদল করা যাবে। সশরীরে গিয়ে বা ভারতীয় ডাকের মাধ্যমেও আরবিআইয়ের যে কোনও শাখায় ২০০০ টাকার নোট জমা দেওয়া যাবে বলে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে। কিন্তু, ৮ অক্টোবর থেকে এই প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ২০০০ টাকার নোট বদলের সময়সীমা যে আর বাড়ানো হবে না, তা স্পষ্ট করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

আরবিআই সূত্রে খবর, ১৯ মে, ২০২৩ পর্যন্ত ৩.৫৬ লক্ষ কোটি টাকা বাজারে ছাড়া হয়েছিল। তার মধ্যে ২৯ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত মোট ৩.৪২ লক্ষ কোটি টাকা ব্যাঙ্কে ফিরে এসেছে। অর্থাৎ মাত্র ০.১৪ লক্ষ কোটি টাকা এখনও বাজারে রয়ে গিয়েছে। এই টাকা ফিরিয়ে আনতেই নোট বদলের সময়সীমা আরও ৭ দিন বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক।

প্রসঙ্গত, ২০১৯ সালে বিমুদ্রাকরণের সময় ২০০০ টাকার নোট বাজারে নিয়ে আসে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু, ২০০০ টাকার নোট ভাঙানোর ক্ষেত্রে সাধারণ মানুষকে যেমন অসুবিধার সম্মুখীন হয়ে হচ্ছিল, তেমনই এত বড় অঙ্কের নোট নিয়ে প্রতারণার অভিযোগ আসছিল। পরিস্থিতি সামাল দিতে চলতি বছরের ১৯ মে আরবিআই বিবৃতি দিয়ে ২০০০ টাকা প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করে। তবে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত ২০০০ টাকার নোটের লেনদেন চলনে এবং যে কোনও ব্যাঙ্কে বা আরবিআই-এর আঞ্চলিক শাখাগুলিতে বিনিময় করা যাবে বলে জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক।

Next Article