করোনা ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, সপ্তম দফাতেও অপরিবর্তিতই থাকল রেপো রেট

গত বছরের মার্চ মাস থেকে করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে দেশের অর্থনীতি যে বিপুল ধাক্কার মুখে পড়েছিল, তা সামাল দিতেই রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখা হচ্ছিল।

করোনা ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, সপ্তম দফাতেও অপরিবর্তিতই থাকল রেপো রেট
আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাশ।

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 06, 2021 | 10:42 AM

নয়া দিল্লি: আবারও অপরিবর্তিত থাকল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রেপো ও রিভার্স রেপো রেট।  এ দিন আরবিআই-র গভর্নর শক্তিকান্ত দাশ জানান, রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ৪ শতাংশেই অপরিবর্তিত রাখা হচ্ছে। রিভার্স রেপো রেটও ৩.৩৫ শতাংশেই স্থির রাখা হয়েছে।

গত বছরের মার্চ মাস থেকে করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে দেশের অর্থনীতি যে বিপুল ধাক্কার মুখে পড়েছিল, তা সামাল দিতেই রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখা হচ্ছিল। জুন মাসেও মনিটারি পলিসি কমিটির সুপারিশ অনুযায়ী রেপো রেট অপরিবর্তিত রাখা হয়।

উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তাঁকে রেপো রেট বলে। অন্যদিকে, রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে অন্যান্য ব্যাঙ্কের কাছ থেকে ঋণ নেয়, তাকে রিভার্স রেপো রেট বলে।

গতবছর করোনা সংক্রমণ আছড়ে পড়ার পরই মার্চ মাসে রেপো রেট ১১৫ বেসিস পয়েন্ট কমিয়ে দেওয়া হয়। দেশের মুদ্রাস্ফীতি ও নগদ অর্থের জোগানে ভারসাম্য বজায় রাখতে রেপো রেট ও রিভার্স রেট যথাক্রমে ৪ শতাংশ ও ৩.৩৫ শতাংশে কমানো হয়েছিল। তারপর থেকে ছয়বারই মনিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখা হয়। এইবারের বৈঠকেও সেই সিদ্ধান্তই বজায় রাখা হল।

আরবিআই-র গভর্নর শক্তিকান্ত দাশ বলেন, “জুন মাসে মনিটারি পলিসি কমিটির তরফে যে অর্থনৈতিক বৃদ্ধির আশা করা হয়েছিল, তার তুলনায় অধিক বৃদ্ধি হয়েছে এবং করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলিয়েও ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি।”   ২০২১-২২ অর্থবর্ষে ডিজিপি ৯.৫ শতাংশ বৃদ্ধি হতে পারে বলে জানিয়েছে আরবিআই।  আরও পড়ুন: দ্রুত মেটানো হবে বকেয়া অর্থ, আন্তর্জাতিক স্তরে কর আইনে পরিবর্তন আনছে সরকার