RBI: ২০০০ টাকার নোট এখনও রয়ে গিয়েছে? এই ১৯টি শহরে মিলবে বদলের সুযোগ
Note Exchange: নোট বদলের ক্ষেত্রে পুরানো নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ একবারে ২০০০ টাকার ১০টি নোট অর্থাৎ ২০ হাজার টাকা বদল করা যাবে। ব্যক্তিগতভাবে আরবিআইয়ের শাখায় গিয়ে নোট বদল করা যেতে পারে।
নয়া দিল্লি: ২০০০ টাকার নোট এখন অতীত। ২০০০ টাকার নোট বদলের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ৭ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিল। কিন্তু, এখনও যদি কারও কাছে ২০০০ টাকার নোট (Rs 2000 note) থাকে, তাহলে চিন্তার কারণ নেই। ২০০০ টাকার লেনদেন সম্পূর্ণ বন্ধ ও ব্যাঙ্কে নোট বদলের সময়সীমা শেষ হলেও এখনও দেশের ১৯টি শহরে এই নোট বিনিময় করতে পারবেন। RBI-এর আঞ্চলিক অফিসগুলিতে নোট বদল করা যেতে পারে। কীভাবে বদল করবেন জেনে নিন।
পুরানো নিয়ম কার্যকর থাকবে
যে ১৯টি শহরে ২০০০ টাকার নোট বদলের সুযোগ দিচ্ছে আরবিআই, সেই শহরগুলিতে রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক শাখায় নোট বদল করা যাবে। আর নোট বদলের ক্ষেত্রে পুরানো নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ একবারে ২০০০ টাকার ১০টি নোট অর্থাৎ ২০ হাজার টাকা বদল করা যাবে। ব্যক্তিগতভাবে আরবিআইয়ের শাখায় গিয়ে নোট বদল করা যেতে পারে। এছাড়া ভারতীয় পোস্টের মাধ্যমেও নোটগুলি RBI-এর আঞ্চলিক অফিসে পাঠানো যেতে পারে। তবে এর বদলে টাকা পেতে আপনাকে আপনার ব্যাঙ্কের বিবরণ পাঠাতে হবে। সেখানে সরাসরি আরবিআই থেকে ২০০০ টাকার মোট নোটের মূল্য জমা হবে।
এই ১৯টি শহরে ২০০০ টাকার নোট বদলানো হবে
দেশের ১৯টি শহরে RBI-এর আঞ্চলিক অফিস রয়েছে। সেখানে গিয়ে ২০০০ টাকার নোট বদল করা যেতে পারে। এই শহরগুলি হল- আহমেদাবাদ, বেঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগঢ়, চেন্নাই, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়া দিল্লি, পটনা, তিরুবনন্তপুরম।