Anmol Ambani: ১০০০০০০০ টাকা জরিমানা, অনিল অম্বানীর পর এবার সেবির কোপ তার ছেলের উপর!
Anmol Ambani: রিলায়েন্স হোম ফাইন্যান্সের তহবিল অপসারণের দায়ে গত অগস্টে, অনিল অম্বানীকে সিকিউরিটিজ মার্কেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছিল সেবি। এবার সেবির জরিমানার কোপ তাঁর ছেলে আনমোল অম্বানীর উপর। ৪৫ দিনের মধ্যে তাঁকে দিতে হবে ১০০০০০০০ টাকা।
মুম্বই: ঋণের দায়ে ডুবতে থাকা অনিল অম্বানীর ভাগ্য পাল্টে দেওয়ার কৃতিত্ব দেওয়া হচ্ছিল তাঁর ছেলে আনমোল অম্বানীকে। আনমোলের নেতৃত্বে অনিল অম্বানীর একের পর এক সংস্থা ঋণশোধ করে ফের লাভের মুখ দেখতে শুরু করছিল। তবে, তাঁর ঘুরে দাঁড়ানোর গল্পটা হঠাতই ধাক্কা খেয়েছে। রিলায়েন্স হোম ফাইন্যান্সের তহবিল অপসারণের দায়ে গত অগস্টে, অনিল অম্বানীকে সিকিউরিটিজ মার্কেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছিল সেবি। এছাড়া, তাঁকে ২৫ কোটি টাকা জরিমানাও করা হয়েছিল। এবার সেই রিলায়েন্স হোম ফাইন্যান্সের তহবিল থেকেই, জেনারেল পারপাস কর্পোরেট লোনস (সাধারণ-উদ্দেশ্য কর্পোরেট ঋণ) বা জিপিসিএল অনুমোদনের সময় যথাযথ নিয়ম না মানার দায়ে আনমোল অম্বানীকেো ১ কোটি টাকা জরিমানা করল সেবি। একই সঙ্গে রিলায়েন্স হাউজিং ফাইন্যান্সের চিফ রিস্ক অফিসার, কৃষ্ণান গোপালকৃষ্ণানকেও ১৫ লক্ষ টাকা জরিমানা করেছে সেবি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) এই আদেশ জারি করেছে সেবি। আদেশে বলা হয়েছে, তাঁদের দুজনকে ৪৫ দিনের মধ্যে এই জরিমানার টাকা দিতে হবে। আদেশে আরও বলা হয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্সের বোর্ড সদস্য হিসেবে এই জিপিসিএলগুলি অনুমোদন করেছিলেন আনমোল অম্বানী। কিন্তু, তার আগেই সংস্থার পরিচালন পর্ষদ এই ধরনের ঋণের অনুমোদন না করার স্পষ্ট নির্দেশ দিয়েছিল। ঘটনাটা ২০১৯ সালের। ১১ ফেব্রুয়ারি, রিলায়েন্স পরিচালন পর্ষদ তাদের মিটিংয়ে ম্যানেজমেন্টকে আর কোনও জিপিসিএল অনুমোদন না করার নির্দেশ দিয়েছিল। কিন্তু, ১৪ ফেব্রুয়ারি অ্যাকুরা প্রোডাকশন প্রাইভেট লিমিটেড নাম এক সংস্থাকে ২০ কোটি টাকার ঋণ অনুমোদন করেছিলেন আনমোল অম্বানী।
সেবি বলেছে, কোম্পানির নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কোম্পানিকে নিজের কথায় চালাতে শুরু করেছিলেন আনমোল। ডিরেক্টর হিসাবে তিনি শেয়ারহোল্ডারদের স্বার্থে কাজ করেননি। তাঁর নৈতিক মানও বজায় রাখতে পারেনি তিনি। প্রসঙ্গত, রিলায়েন্স ক্যাপিটাল এবং রিলায়েন্স হোম ফাইন্যান্সের বোর্ড সদস্য আনমোল। একইসঙ্গে, তিনি রিলায়েন্স অনিল ধীরুভাই অম্বানী গ্রুপ বা রিলায়েন্স এডিএজি গ্রুপের অন্যান্য সংস্থাতেও ডিরেক্টর পদে আছেন। রিলায়েন্স হোম ফাইন্যান্সের তহবিল থেকে রিলায়েন্স এডিএজি গ্রুপের অন্যান্য সংস্থাগুলিকে এই ঋণ দেওয়া হয়েছিল। এইভাবে, সেবির লিস্টিং অবলিগেশন অ্যান্ড ডিসক্লোজার রিকোয়ারমেন্ট (তালিকাভুক্তির বাধ্যবাধকতা এবং প্রকাশের প্রয়োজনীয়তা) নিয়মের বিধান লঙ্ঘন করেছেন আনমোল অম্বানী এবং গোপালকৃষ্ণান।