Stock Market Timings: আজ থেকেই বদলে গেল ব্যাঙ্কে কাজের সময়, কখন থেকে খুলবে ব্যাঙ্ক, জেনে নিন…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 18, 2022 | 1:52 PM

Bank Timings Change: করোনাকালে সংক্রমণ রুখতে ও কর্মচারীদের সুরক্ষার কথা ভেবেই ব্যাঙ্কের সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছিল। তবে বর্তমানে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই এবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে ফের ব্যাঙ্কের কাজের সময়ে পরিবর্তন করা হল।

Stock Market Timings: আজ থেকেই বদলে গেল ব্যাঙ্কে কাজের সময়, কখন থেকে খুলবে ব্যাঙ্ক, জেনে নিন...
বদলে গেল ব্যাঙ্কের কাজের সময়সীমা। ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: বদলে গেল ব্যাঙ্কের সময়সীমা (Bank Timings)। এবার থেকে ব্যাঙ্কের কাজ সারার জন্য অতিরিক্ত কিছু সময় পাওয়া যাবে। আজ, ১৮ এপ্রিল থেকেই নতুন সময়ে খুলবে ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া(Reserve Bank of India)-র তরফে এই নতুন সময়সীমা কার্যকর করা হয়েছে। বিগত চারদিন ধরে ব্যাঙ্ক (Bank) বন্ধ থাকার পর, আজ থেকেই ব্য়াঙ্ক খুলেছে। আজ থেকেই নতুন সময়সীমা অনুসরণ করে ব্যাঙ্কের যাবতীয় কাজকর্ম পরিচালন হবে। এবার থেকে সকাল ৯টা থেকে খুলবে ব্যাঙ্ক। তবে বন্ধ হওয়ার সময়ে কোনও পরিবর্তন করা হয়নি।

করোনাকালে সংক্রমণ রুখতে ও কর্মচারীদের সুরক্ষার কথা ভেবেই ব্যাঙ্কের সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছিল। তবে বর্তমানে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই এবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে ফের ব্যাঙ্কের কাজের সময়ে পরিবর্তন করা হল। আজ থেকেই ব্যাঙ্কের নতুন সময়সীমা কার্যকর হবে। একইসঙ্গে শেয়ার বাজারের সময়সীমাও পরিবর্তন করা হয়েছে।করোনা পূর্বসময়ে শেয়ার বাজার যেভাবে পরিচালিত হত, সেভাবেই আজ থেকে বাজার খুলবে। বর্তমানে শেয়ার বাজার খোলে সকাল ১০টায়।

আরবিআই-র তরফে বলা হয়েছে, “সাধারণ মানুষের গতিবিধির উপর বিধিনিষেধ শিথিল করায় এবং অফিসের কাজও পুনরায় শুরু হওয়ায়, শেয়ার বাজার খোলার সময় করোনা-পূর্ব সময়সীমা অনুযায়ী সকাল ৯টায় করে দেওয়া হয়েছে”। এর আগে ২০২০ সালের ৭ এপ্রিল শেয়ার বাজারে লেনদেনের সময় পরিবর্তন করা হয়েছিল।

শেয়ার বাজারে কোন কোন ক্ষেত্রে সময় পরিবর্তন হচ্ছে?

কল/নোটিস/টার্ম মানি- সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টে অবধি

সরকারি সুরক্ষায় মার্কেট রেপো- সকাল ৯টা থেকে দুপুর আড়াইটে অবধি

সরকারি সুরক্ষায় তিন-দলীয় রেপো- সকাল ৯টা থেকে ৩ টে অবধি

বাণিজ্যিক কাগজ ও ডিপোজিটের সার্টিফিকেট-  সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টে অবধি

কর্পোরেট বন্ডে রেপো- সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টে।

সরকারি সুরক্ষা (কেন্দ্রীয় সরকারি সুরক্ষা, রাজ্য উন্নয়ন ঋণ ও ট্রেজারি বিল)- সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টে

বিদেশি মুদ্রা/ ভারতীয় মুদ্রা বাণিজ্য- সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টে

রুপির সুদের হার ডেরিভেটিভ- সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টে।

আরও পড়ুন: Aadhaar Card Update: আধার স্মার্ট কার্ড পেতে চান? বাড়ি বসেই মিলবে, এইভাবে আবেদন করুন আজই

Next Article