নয়া দিল্লি : মার্জিনাল কস্ট অব লেন্ডিং রেট (এমসিএলআর) বাড়িয়ে দিল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সোমবার থেকেই সেই হার বাড়ানো হচ্ছে। আর তার প্রভাব পড়তে পারে ঋণের ক্ষেত্রে। গত ১৫ এপ্রিল থেকে এই নতুন হার কার্যকর হয়েছে। আর সোমবার থেকে তার প্রভাব পড়তে চলেছে। এই হার বেড়ে যাওয়ার পর বাড়ি, গাড়ি কেনার জন্য ও অন্যান্য যে সব ঋণ নেওয়া হয়, তার ওপর প্রভাব পড়তে পারে। ঋণের ক্ষেত্রে ইএমআই বেড়ে যাওয়া সম্ভাবনা রয়েছে।
রেপো রেট ও অন্যান্য বিষয়ের ওপর নির্ভর করে প্রত্যেক মাসে এমসিএলআর পরিবর্তন করে থাকে ব্যাঙ্ক। এমসিএলআরের হার ধার্য করতে পারে ব্যাঙ্কই। এমসিএলআর এর ওপরেই নির্ভর করে কী ভাবে গ্রাহককে ঋণ দেওয়া হয়। কয়েকটি ক্ষেত্রে ব্যতিক্রম থাকলেও এটাই মূল নিয়ম। গত সপ্তাহে রেপো রেট বদলায়নি রিজার্ভ ব্যাঙ্ক। তবে সামগ্রিক পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি যে হতে পারে, সে ব্যাপারে সতর্ক করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
এক মাস ও তিন মাসের জন্য এমসিএলআর বেড়ে হয়েছে ৬.৭৫ শতাংশ, আগে যা ছিল ৬.৬৫ শতাংশ। ৬ মাসের জন্য এই হার বাড়িয়ে করা হয়েছে ৯.৯৫ শতাংশ। এক বছরের জন্য ৭ শতাংশ থেকে বাড়িয়ে এমসিএলআর করা হয়েছে ৭.১০ শতাংশ। আর দু বছরের ক্ষেত্রে ৭.২০ থেকে এমসিএলআর -এর হার বাড়িয়ে ৭.৩০ শতাংশ করা হয়েছে। তিন বছরের ক্ষেত্রে নতুন হার ৭.৪০ শতাংশ, আগে যা ছিল ৭.৩০ শতাংশ। এর ওপর ভিত্তি করেই ইএমআই বাড়বে বলে জানা গিয়েছে।
এর আগে ব্যাঙ্ক অব বরোদা এমসিএলআর বাড়িয়েছিল। ১২ এপ্রিল থেকে তা কার্যকর হয়ে গিয়েছে। ওই ব্যাঙ্কে ৭.৩৫ শতাংশ করা হয়েছে সেই হার।
আরও পড়ুন : Bankura TMC: ‘উন্নয়ন হবে তৃণমূল কার্যালয় থেকেই, বিরোধী কাউন্সিলর উন্নয়ন করতে পারবে না’ নিদান ঘাসফুল নেতার
আরও পড়ুন : Sankar Ghosh: রাজ্যে টালমাটাল পরিস্থিতির মধ্যেই এবার বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ লেফট শঙ্কর ঘোষের!