এবার Amazon-এও মিলবে Royal Enfield বাইক, আপনি কিনতে পারবেন তো?
Amazon: এবার কিন্তু অ্যামাজনেই পাওয়া যাবে আপনার সাধের রয়্যাল এনফিল্ড। যে ওয়েব সাইটে এ ট জেড, সব পাওয়া যায়, সেখানেই এবার পাওয়া যাবে রয়্যাল এনফিল্ডও। গ্রাহকরা এখন সরাসরি অ্যামাজন থেকেই ক্লাসিক ৩৫০, হান্টার ৩৫০ ও বুলেট ৩৫০-এর মতো বাইক কিনতে পারবেন।

বাইক কেনার পরিকল্পনা করছেন? রয়্যাল এনফিল্ডের বাইক কিনবেন? কিন্তু আবার ছুটির দিকে বাড়ি থেকে বেরিয়ে শোরুমে গিয়ে গাড়ি বুকিং করতে হবে বলে ভয় পাচ্ছেন? না না অত চিন্তা করতে হবে না। এবার কিন্তু অ্যামাজনেই পাওয়া যাবে আপনার সাধের রয়্যাল এনফিল্ড। যে ওয়েব সাইটে এ ট জেড, সব পাওয়া যায়, সেখানেই এবার পাওয়া যাবে রয়্যাল এনফিল্ডও। গ্রাহকরা এখন সরাসরি অ্যামাজন থেকেই ক্লাসিক ৩৫০, হান্টার ৩৫০ ও বুলেট ৩৫০-এর মতো বাইক কিনতে পারবেন।
কিন্তু আপনি আপনার শহরে বসে এই পরিষেবা পাবেন কি? আসলে বর্তমানে দেশের ৫টি শহরে এই পরিষেবা শুরু হয়েছে। আহমেদাবাদ, চেন্নাই, হায়দরাবাদ, নতুন দিল্লি এবং পুনেতে আপাতত পাওয়া যাবে এই গাড়ি। গ্রাহকরা অ্যামাজনে বাইক বুক করার পর তাঁদের পছন্দের ডিলারশিপ থেকে ডেলিভারি এবং আফটার-সেলস সার্ভিস পাবেন। বাইকের পাশাপাশি রয়্যাল এনফিল্ডের বিভিন্ন অ্যাকসেসরিজ এবং রাইডিং গিয়ারও পাওয়া যাচ্ছে এই অনলাইন স্টোরে।
এখন প্রশ্ন হল, কলকাতায় এই সুবিধা তো মিলছে না। তাহলে আমাদের লাভ কী হল? বর্তমানে যে পাঁচটি শহরে পরিষেবা শুরু হয়েছে, সেই তালিকায় কলকাতা না থাকলেও। কলকাতায় অনলাইনে রয়্যাল এনফিল্ড পাওয়া যায়। হ্যাঁ, আগে থেকেই কলকাতায় অনলাইনে পাওয়া যায় এই সংস্থার গাড়ি। আসলে, রয়্যাল এনফিল্ড আগেই একটি চুক্তি করেছিল ফ্লিপকার্টের সঙ্গে। আর সেই চুক্তি অনুযায়ী, ফ্লিপকার্টে পাওয়া যায় রয়্যাল এনফিল্ড। আর সেই কারণেই খুব তাড়াতাড়িই অ্যামাজনের মাধ্যমেও কলকাতায় বাইক বিক্রির পরিষেবা শুরু করবে এনফিল্ড।
গাড়ি সংস্থাগুলির অনলাইনে বিক্রির এই প্রবণতা ভারতীয় বাজারে এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এর ফলে গ্রাহকদের বাইক কেনা আরও সহজ হয়ে উঠবে।
