Sachin Tendulkar Invests:পুরনো গাড়ি বিক্রির কোম্পানিতে বিনিয়োগ সচিনের, হলেন ব্র্যান্ডের মুখও

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Dec 14, 2021 | 4:45 PM

Sachin Tendulkar Invests: স্পিনি সম্প্রতিই ২৮.৩ কোটি ডলারের Series-E রাউন্ড অফ ফান্ডিং করে ইউনিকর্নের তকমা পেয়েছে। তাদের এই প্ল্যাটফর্মে সংগ্রহ করা মোট পুঁজি ৫৩ কোটি টাকারও বেশি। যার ফলে তাদের ভ্যালুয়েশন দাঁড়িয়েছে ১.৮ বিলিয়ন ডলার।

Sachin Tendulkar Invests:পুরনো গাড়ি বিক্রির কোম্পানিতে বিনিয়োগ সচিনের, হলেন ব্র্যান্ডের মুখও
পুরনো গাড়ি বিক্রেতা কোম্পানি স্পিনির বিনিয়োগকারী এবং ব্র্যান্ড অ্য়াম্বাসডর হলেন সচিন তেন্ডুলকর

Follow Us

মুম্বই: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর পুরোনো গাড়ি বিক্রেতা কোম্পানি স্পিনির (Spinny) সঙ্গে স্ট্র্যাটেজিক বিনিয়োগকারী হিসেবে যোগ দিয়েছেন। স্পিনির তরফে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানিয়েছে। তবে কোম্পানির বয়ানে এ কথা জানানো হয়নি যে তেন্ডুলকর এই কোম্পানিতে কত টাকা বিনিয়োগ করেছেন। সম্প্রতিই স্পিনি ১.৮ বিলিয়ন ডলারের কোম্পানি মূল্যাঙ্কন করে ইউনিকর্ন কোম্পানির তকমা হাসিল করেছে।

স্পিনি তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, আমরা ভারতীয় তারকা ক্রিকেটার সচিন তেন্ডুলকরের সঙ্গে পার্টনারশিপ করেছি। সচিন কোম্পানির স্ট্র্যাটেজিক বিনিয়োগকারী। তিনি ব্র্যান্ডের প্রধান প্রচারকও (এন্ডোর্সার)। প্রসঙ্গত এই বছরের শুরুতে জনপ্রিয় ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুও স্পিনির সঙ্গে যুক্ত হয়েছিলেন। স্পিনির প্রতিষ্ঠাতা এং প্রধান সিইও নীরজ সিং বলেছেন, সচিনের স্পিনির সঙ্গে যুক্ত হওয়া ভীষণই খুশির কথা। অন্যদিকে তেন্ডুলকর এই ব্যাপারে বলেন, আমাদের দেশ তরুণ হচ্ছে, আর উচ্চাকাঙ্খা বড় হয়ে উঠছে। আজকের উদ্যমী তরুণরা এই আকাঙ্খাকে পূরণ করতে সমাধান তৈরি করছে। স্পিনির সঙ্গে যোগ দিতে পেরে আমি খুশি।

Series-E রাউন্ড অফ ফান্ডিং-এ সংগ্রহ ২৮.৩ কোটি ডলার

স্পিনি সম্প্রতিই ২৮.৩ কোটি ডলারের Series-E রাউন্ড অফ ফান্ডিং করে ইউনিকর্নের তকমা পেয়েছে। তাদের এই প্ল্যাটফর্মে সংগ্রহ করা মোট পুঁজি ৫৩ কোটি টাকারও বেশি। যার ফলে তাদের ভ্যালুয়েশন দাঁড়িয়েছে ১.৮ বিলিয়ন ডলার। আবু ধাবি স্থিত অ্যাডিকিউ, টাইগার গ্লোবাল আর অ্যাভেনিয়ার গ্রোথ এই ই-সিরিজ রাউন্ড অব ফান্ডিং-এর নেতৃত্ব দিয়েছে। পাশাপাশি বর্তমান বিনিয়োগকারী সংস্থা ফিরোজ দেওয়ান, এরিনা হোল্ডিংস আর থিংক ইনভেস্টমেন্টসেরও অংশীদারি রয়েছে।

১৫টি শহরে কোম্পানির অপারেশন

এই মুহূর্তে স্পিনির কাছে ২৩টি গাড়ির হাব রয়েছে, যা ১৫টি শহরে পরিচালিত হয়ে থাকে। প্রায় ৪০টি ভারতীয় স্টার্টআপ কোম্পানি এই বছর ইউনিকর্ন ক্লাবে জায়গা করে নিয়েছে আর ৩৮ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। ভারতে প্রতি মাসে হাজার হাজার পুরনো গাড়ি বিক্রি হয়। তবে এই ধরনের পুরনো গাড়ি অফলাইন আর প্রথাগত চ্যানেলের মধ্যমে কেনা একটি দীর্ঘমেয়াদি আর রিস্কি প্রক্রিয়া প্রমানিত হতে পারে। স্পিনি প্রথাগত দালালদের সরিয়ে গ্রাহকদের জন্য পুরনো গাড়ি কেনা অনেকবেশি সস্তা এবং বিশ্বসনীয় করে তুলেছে।

আরও পড়ুন: Adani Green Energy Biggest Deal: বিশ্বের সবচেয়ে বড় বিদ্যুৎ কেনার চুক্তি করল আদানি!

Next Article