নয়া দিল্লি: দেশের শিল্পপতিদের মধ্যে অন্যতম নাম হল, সাহারাশ্রী সুব্রত রায় (Subrata Riy)। সাহারা ইন্ডিয়া পরিবার (Sahara Group)-এর প্রতিষ্ঠাতা সুব্রত রায় প্রথম জীবন শুরু করেন নিমকি-চানাচুর বিক্রি করে। তবে প্রথম থেকেই তাঁর লক্ষ্য ছিল অনেক উপরে। তাই সামান্য নিমকি-চানাচুর বিক্রেতা থেকে কয়েক বছরের মধ্যেই সুব্রত রায় হয়ে ওঠেন সাহারাশ্রী। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ব্যবসার বিস্তার করেন। ভারতের অন্যতম বৃহৎ কর্মসংস্থান হয়ে ওঠে সাহারা। কিন্তু, ব্যবসায় চরম সাফল্যের পরেও সাহারা নিয়ে বিতর্ক কম হয়নি। বিনিয়োগকারীদের কাছ থেকে অবৈধভাবে তহবিল তোলার অভিযোগ উঠেছিল সাহারা ইন্ডিয়া পরিবারের বিরুদ্ধে। এর জন্য জেল পর্যন্ত যেতে হয়েছিল সাহারা-কর্তাকে।
২০০৮ সালেই বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি-র সঙ্গে সাহারা ইন্ডিয়া পরিবারের আইনি বিরোধ বাঁধে। সাহারার বিরুদ্ধে বিনিয়োগকারীদের কাছ থেকে অবৈধভাবে তহবিল তোলার অভিযোগ ওঠে। তারপর ৬ বছর ধরে মামলা চলার পর একেবারে আদালতে তলব করা হয় সাহারাশ্রী-কে। ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে তলব করা হয় সুব্রত রায়কে। কিন্তু, তিনি হাজিরা না দেওয়ায় তাঁকে গ্রেফতারের নির্দেশ দেয় আদালত। এরপর তাঁকে গ্রেফতার করে দিল্লির কুখ্যাত তিহার জেলে রাখা হয়। দু-বছর জেলবন্দি থাকার পর অবশ্য ২০১৬ সাল থেকে অবশ্য জামিনে মুক্তি পান সুব্রত রায়। সাহারাকে ভারতে তাদের সম্পত্তির একটি অংশ বিক্রি করে লগ্নিকারীদের অর্থ মেটানোর অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু, বিপুল সংখ্যক আবেদনকারী টাকা ফেরতের আবেদনই জানায়নি বলে জানিয়েছএ সেবি। যদিও বিভিন্ন সম্পত্তি বিক্রি করে আবেদনকারী অনেক বিনিয়োগকারীকে টাকা ফেরৎ দেওয়া হয়েছে।
এতকিছুর পরেও কিন্তু, নতুন করে ব্যবসায় এগোতে পিছুপা হননি সুব্রত রায়। শেষজীবনে বিদ্যুৎচালিত গাড়ির ব্যবসা শুরু করেন। যদিও সেই ব্যবসা মহীরূহ হওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুব্রত রায়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবিটিস এবং ক্যান্সারে ভুগছিলেন। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। বুধবার লখনউয়ে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।