Share Market: একটানা ৩ দিন বন্ধ দালাল স্ট্রিট, কবে কবে জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Nov 25, 2023 | 12:05 AM

Share Market: প্রসঙ্গত, ২০২৩ সালে শনি ও রবিবার ছাড়া সাপ্তাহিক কাজের দিনেও মোট ১৫ দিন বন্ধ থাকছে শেয়ার মার্কেট। মোট ১৯ দিন অতিরিক্তভাবে খাতায় কলমে ছুটি থাকলেও এর মধ্যে চারটি দিন পড়েছে শনি ও রবিবারের মধ্যে।

Share Market: একটানা ৩ দিন বন্ধ দালাল স্ট্রিট, কবে কবে জেনে নিন
অলঙ্করণ: অভীক দেবনাথ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সপ্তাহের প্রতি শনি ও রবিবার এমনিতেই বন্ধ থাকে দালাল স্ট্রিটের দরজা। এরইমধ্যে এবার চলতি মাসের শেষেই একটানা তিন দিন বন্ধ থাকবে শেয়ার বাজার। আগামী সপ্তাহের প্রথমদিনে রয়েছে গুরু নানক জয়ন্তী। সে কারণেই থাকছে ছুটি। অর্থাৎ, শনি ও রবিবারের পর সোমবারও বন্ধ থাকবে দালাল স্ট্রিটের দরজা। টানা তিন দিন। বোম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোনও জায়গাতেই শেয়ার কেনাবেচা করতে পারবেন না বিনিয়োগকারীরা। হবে না কোনও ট্রেডিং। 

প্রসঙ্গত, ২০২৩ সালে শনি ও রবিবার ছাড়া সাপ্তাহিক কাজের দিনেও মোট ১৫ দিন বন্ধ থাকছে শেয়ার মার্কেট। মোট ১৯ দিন অতিরিক্তভাবে খাতায় কলমে ছুটি থাকলেও এর মধ্যে চারটি দিন পড়েছে শনি ও রবিবারের মধ্যে। সে কারণেই সংখ্যাটা ১৫।

মোট হিসাব দেখলে দেখা যাচ্ছে শনি ও রবিবার ছাড়া অন্যান্য সাপ্তাহিক দিনে এ বছর এপ্রিল মাসেই সবথেকে বেশি ছুটি ছিল। মহাবীর জয়ন্তী, গুড ফ্রাইডে ও  আম্বেদকর জয়ন্তী উপলক্ষে মোট তিনদিন বন্ধ ছিল শেয়ার মার্কেট। মার্চ, অক্টোবর, নভেম্বরে দু’দিন করে বন্ধ থাকছে দালাল স্ট্রিট। সেখানে জানুয়ারি, মে, জুন, অগাস্ট, সেপ্টেম্বরে সাপ্তাহিক ছুটি ছাড়াও ছুটির জন্য অতিরিক্ত একদিন করে বন্ধ থেকেছে শেয়ার মার্কেট। একই ছবি ডিসেম্বরেও। 

Next Article