দালাল স্ট্রিটে আজ শুধুই টাকার বৃষ্টি, শেয়ার বাজার খুলতেই সব রেকর্ড ভেঙে দিল সেনসেক্স-নিফটি

Share Market:  আজ সকালে বাজার খুলতেই সেনসেক্স সূচক ৩০৭.২২ পয়েন্ট লাফিয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছয়। বর্তমানে সেনসেক্স ৭৪৬৫৮.৯৫ অঙ্কে পৌঁছেছে। অন্য়দিকে নিফটি ৫০-র সূচকও ৭৯.৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২২৫৯৩.৩০ অঙ্কে পৌঁছয়।

দালাল স্ট্রিটে আজ শুধুই টাকার বৃষ্টি, শেয়ার বাজার খুলতেই সব রেকর্ড ভেঙে দিল সেনসেক্স-নিফটি
রেকর্ড উচ্চতায় পৌঁছল শেয়ার দর।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Updated on: Apr 08, 2024 | 11:32 AM

মুম্বই: সোমবারেই মালামাল শেয়ার বাজার। বাজার খুলতেই চড়চড়িয়ে উঠল সেনসেক্স-নিফটি। রেকর্ড উচ্চতায় পৌঁছল সেনসেক্স-নিফটি। বৈশ্বিক শেয়ার বাজারের ভাল অবস্থান ও বিদেশি বিনিয়োগ আসার কারণেই দেশের শেয়ার বাজারও ঘুরে দাঁড়াতে পেরেছে বলেই মত বাজার বিশেষজ্ঞদের।

বিগত কয়েকদিন ধরেই ওঠা-নামা করছিল সেনসেক্সের সূচক। নিফটি ৫০-ও একটি উচ্চতায় গিয়ে আটকে গিয়েছিল। সপ্তাহ শেষে বাজার বন্ধ হওয়ার আগে স্টক মার্কেটের গতিবিধি দেখে বাজার বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন, আজ বাজার খুললেই চড়বে সেনসেক্সের সূচক। আর সেই পূর্বাভাস সত্য়িও হল। আজ বাজার খুলতেই তরতরিয়ে চড়ল সেনসেক্স-নিফটি।

আজ সকালে বাজার খুলতেই সেনসেক্স সূচক ৩০৭.২২ পয়েন্ট লাফিয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছয়। বর্তমানে সেনসেক্স ৭৪৬৫৮.৯৫ অঙ্কে পৌঁছেছে। অন্য়দিকে নিফটি ৫০-র সূচকও ৭৯.৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২২৫৯৩.৩০ অঙ্কে পৌঁছয়। এর কিছুক্ষণ পরই নিফটি আরও বেড়ে ২২৬২৩.৯০ অঙ্কে পৌঁছয়, যা সর্বকালীন সর্বোচ্চ সূচক।

সেনসেক্স-নিফটির বুল রানে সবথেকে বেশি লাভবান হয়েছে টাটা স্টিল, বাজাজ ফিনসার্ভ, মারুতি সুজুকি, পাওয়ার গ্রিড, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, অ্যাক্সিস ব্যাঙ্ক ও জেএসডব্লু স্টিল। ইক্যুয়িটিতেও মুনাফা পেয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

অন্যদিকে, লোকসানের মুখে পড়তে হয়েছে আদানি এন্টারপ্রাইজ, অ্যাপোলো হাসপাতাল, উইপ্রো ও এইচডিএফসি ব্য়াঙ্ক-কে।

এশিয়ার শেয়ার বাজারগুলির মধ্যে সিওল ও টোকিয়ার শেয়ার বাজারে যেমন ইতিবাচক প্রভাব দেখা গিয়েছে, সেখানেই সাংহাই ও হংকং-র মার্কেট নিম্নমুখী।