অযোধ্যা: রাম মন্দির উদ্বোধনের পর দ্বার খোলার প্রথম দিন থেকেই ভক্তদের ভিড় উপচে পড়তে শুরু করেছে। রাম মন্দির খোলার পর ১০ দিন পেরিয়ে গেলেও অযোধ্যার ট্রেন, বাস, এমনকি বিমানেরও চাহিদা তুঙ্গে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দেশের ৮টি শহর থেকে সরাসরি অযোধ্যাক বিমান পরিষেবা শুরু হল। এদিন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রতিমন্ত্রী ভিকে সিংয়ের সঙ্গে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই বিমান পরিষেবা র সূচনা করলেন।
মূলত, ভক্তদের রামলালা দর্শনের জন্য যাতায়াতের সুবিধা দিতেই বিমান সংস্থা স্পাইসজেট ৮টি শহর থেকে অযোধ্যার সরাসরি বিমান পরিষেবা শুরু করল। খবরটি জানিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, দ্বারভাঙ্গা, আহমেদাবাদ, চেন্নাই, জয়পুর, পাটনা, দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরু থেকে অযোধ্যা পর্যন্ত স্পাইসজেট নন-স্টপ উড়ান পরিষেবা শুরু করল। এর ফলে শুধুমাত্র অযোধ্যার সংযোগ বাড়ল না, পর্যটন ক্ষেত্রের প্রসার হওয়ারও সম্ভাবনা রয়েছে৷
গত ২২ ডিসেম্বর রাম মন্দিরের উদ্বোধন হয়। তার আগেই এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো অযোধ্যায় বিমান পরিষেবা শুরু করে। তবে সব শহর থেকে এই পরিষেবা ছিল না। দিল্লি, আহমেদাবাদ, মুম্বই, কলকাতা এবং বেঙ্গালুরু থেকে অযোধ্যার সরাসরি বিমান পরিষেবা শুরু হয়েছিল। এবার চাহিদার কথা মাথায় রেখে স্পাইসজেট ৮টি শহর থেকে সরাসরি অযোধ্যার বিমান পরিষেবা শুরু করল। ট্রেন, বাসের পাশাপাশি বিমানেও বহু যাত্রী অযোধ্যায় আসছেন। গত ১০ দিনে সবমিলিয়ে রাম মন্দিরে ২৫ লক্ষের বেশি ভক্ত রামলালা দর্শনে এসেছেন বলে জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।