চিনকে চরম ধাক্কা, তাইওয়ানের সঙ্গে বড় চুক্তি করে ফেলল TATA
TATA: পেগাট্রন অনেকদিন আগেই ভারতে তাদের একমাত্র আইফোন প্ল্যান্ট টাটা-র কাছে বিক্রি করার জন্য উদ্যোগ নিয়েছিল। বেজিং এবং ওয়াশিংটনের মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে, অ্যাপল চিন থেকে দূরে তাদের সাপ্লাই চেন নিয়ে যাওয়ার কথা বিবেচনা করেছে।
নয়া দিল্লি: চিনকে আবারও বিপাকে ফেলল টাটা (TATA) গ্রুপ। বড় চুক্তি হল তাইওয়ানের সংস্থার সঙ্গে। তাইওয়ানের চুক্তি প্রস্তুতকারক সংস্থা পেগাট্রনের একমাত্র আইফোন প্ল্যান্টের বেশিরভাগ অংশ কিনতে চলেছে ‘টাটা ইলেকট্রনিক্স’। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এই খবর জানা গিয়েছে। এই যৌথ উদ্যোগে ‘অ্যাপল’-এর পণ্য সরবরাহকারী হিসেবে টাটার অবস্থান শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।
গত সপ্তাহে দুই দেশের চুক্তি স্বাক্ষরিত হয়। টাটা-র হাতে থাকবে ৬০ শতাংশ শেয়ার। অন্যদিকে, পেগাট্রনের হাতে থাকবে বাকি শেয়ার ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে তারা। তবে এই চুক্তির আর্থিক দিকটি নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। টাটা-র তরফেও কোনও মন্তব্য করা হয়নি।
পেগাট্রন অনেকদিন আগেই ভারতে তাদের একমাত্র আইফোন প্ল্যান্ট টাটা-র কাছে বিক্রি করার জন্য উদ্যোগ নিয়েছিল। বেজিং এবং ওয়াশিংটনের মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে, অ্যাপল চিন থেকে দূরে তাদের সাপ্লাই চেন নিয়ে যাওয়ার কথা বিবেচনা করেছে। এদিকে টাটা ক্রমশ আইফোন উৎপাদনের ক্ষেত্রে এগোচ্ছে।
দুই সংস্থাই আগামী দিনে ভারতের সিসিআই থেকে অনুমোদনের জন্য আবেদন করার পরিকল্পনা করছে। টাটা ইতিমধ্যেই কর্নাটকে একটি আইফোন প্লান্ট চালাচ্ছে। তামিলনাড়ুর হোসুরে আরও একটি প্লান্ট নির্মাণ করা হচ্ছে।