নয়া দিল্লি: বাড়িতে বা ব্যাঙ্কে সোনা জমিয়ে রেখেছেন? কোথাও গেলেই খালি মন খচখচ করে জমিয়ে রাখা সেই সোনার চিন্তায়। সুরক্ষিত ও সহজেই বিনিয়োগের সুযোগ দিতে আনা হয়েছে ডিজিটাল সোনা। তবে শেয়ার বাজারে ডিজিটাল সোনা বেচা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল সেবি। কারণ ডিজিটাল সোনা বেচার ক্ষেত্রে এ বার নিয়মে পরিবর্তন আসছে।
স্টক ব্রোকারদের ইতিমধ্যেই ডিজিটাল সোনা বিক্রি বন্ধ রাখতে বলা হয়েছে সেবির তরফে। নয়া নির্দেশিকা জারির পর ফের কেনাবেচা শুরু করা যাবে। এর আগে সেবির তরফে ডিজিটাল সোনা কেনাবেচাকে বেআইনি বলে গণ্য করা হত। এর জেরে পেটিএম, আপস্টক্স, গ্রো-র মতো নানা অ্য়াপে সোনা কেনাবেচায় সমস্যার মুখে পড়ত হত। আগামী ১০ সেপ্টেম্বর থেকে নতুন নিয়মে অনেকটাই সহজ হয়ে যাবে সোনা কেনাবেচার পদ্ধতি।
গুগল পে বা ফোনপে-র মাধ্যমে একজন গ্রাহক সহজেই ২৪ ক্য়ারেট সোনা কেনা যায় এমএমটিসি-পিএএমপির মাধ্যমে। ১০০ শতাংশ সুরক্ষা ও বীমার গ্যারান্টি পাওয়া যায় ডিজিটাল সোনার ক্ষেত্রে।