পেট্রোপণ্যে স্বস্তি! রইল আজকের দামদর

আজ কলকাতায় (Kolkata) প্রতি লিটার পেট্রোলের দাম লিটারপ্রতি ১০১ টাকা ৮২ পয়সা এবং লিটারপ্রতি ডিজেলের দাম ৯১ টাকা ৯৮ পয়সা।

পেট্রোপণ্যে স্বস্তি! রইল আজকের দামদর
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2021 | 3:03 PM

কলকাতা: সারা দেশেই সম্প্রতি পেট্রোপণ্যের কমেছে। এর আগে পেট্রোল (Petrol) ডিজেলের (Diesel) দাম অনেকটা বেড়েছিল। নাজেহাল হয়ে পড়ে আমজনতা। সাধারণ মানুষ রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। মানুষের রোজগার বিপন্ন। এমন পরিস্থিতিতে লাগাতার পেট্রোপণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছিলেন অনেকে।

তবে কঠিন পরিস্থিতির পর কিছুটা যেন স্বস্তি। দাম কমেছে পেট্রোল ডিজেলের। পাঁচ রাজ্যে নির্বাচনের পর থেকে লাগাতার দাম বেড়েছিল জ্বালানির। এর প্রতিবাদে পথে নেমেছে বাম কংগ্রেস। প্রায় ধারাবাহিক ভাবে দাম বাড়ার পর নিম্নমুখী পেট্রোপণ্যের দাম।

আজ কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম লিটারপ্রতি ১০১ টাকা ৮২ পয়সা এবং লিটারপ্রতি ডিজেলের দাম ৯১ টাকা ৯৮ পয়সা। আজ বেঙ্গালুরুতে লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৪ টাকা ৯৮ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৯৪ টাকা ৩৪ পয়সা। পাশাপাশি চেন্নাইয়ে লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৯ টাকা ২০ পয়সা, ডিজেলের দাম ৯৩ টাকা ৫২ পয়সা। দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ১০১ টাকা ৪৯ পয়সা আর ডিজেলের দাম ৮৮ টাকা ৯২ পয়সা।

এক বছরের বেশি সময় ধরে করোনার ধাক্কায় কাবু গোটা দেশ। নানা জায়গায় এখনও লকডাউন জারি। পর্যাপ্ত বাস ট্রেন চলাচল না করার কারণে মানুষের একমাত্র ভরসা নিজের গাড়ি। এমন পরিস্থিতিতে পেট্রোপণ্যের দাম কিছুটা নীচে নামায় সাময়িক সুবিধা সাধারণ মানুষের। আরও পড়ুন: আকর্ষণীয় অফার দিয়েও মন্দার মুখে Vi, তরতরিয়ে গ্রাহক বাড়ছে Reliance Jio-র!