আকর্ষণীয় অফার দিয়েও মন্দার মুখে Vi, তরতরিয়ে গ্রাহক বাড়ছে Reliance Jio-র!

ওয়্যারলেস সাবস্ক্রাইবারের ভিত্তিতে বাজারের ৩৬.৮৯ শতাংশ দখল করে শীর্ষে অবস্থান করছে রিলায়েন্স জিও। দ্বিতীয় স্থানে রয়েছে এয়ারটেল, তাদের শেয়ারের হার ২৯.৮২ শতাংশ।

আকর্ষণীয় অফার দিয়েও মন্দার মুখে Vi, তরতরিয়ে গ্রাহক বাড়ছে Reliance Jio-র!
ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2021 | 4:25 PM

মুম্বই: নাম বদলেও নাম হচ্ছে না ভোডাফোন-আইডিয়ার (Vodafone-Idea)। মোবাইল নেটওয়ার্কের বাজারে জিও(Reliance Jio)-র আত্মপ্রকাশের পর থেকেই মন্দার মুখে পড়েছে বাকি সংস্থাগুলি। চরম ক্ষতির মুখে যখন বন্ধ হতে বসেছিল ভোডাফোন, আইডিয়ার মতো সংস্থাগুলি। সেই সময়ই দুই সংস্থা একজোট হয়ে ভি (Vi) পরিষেবা আনে। তবে একাধিক আকর্যণীয় অফার দিয়েও গ্রাহক ধরে রাখতে পারল না এই সংস্থা, এমনটাই জানাল টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই (TRAI)।

ট্রাই-র রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স জিও জুন মাসে ৫০.৪৭ লক্ষ নতুন গ্রাহক পেয়েছে। অন্যদিকে, ভোডাফোন-আইডিয়া প্রায় ৪০ লক্ষেরও বেশি গ্রাহক হারিয়েছে। গ্রাহক সংখ্যা বেড়েছে এয়ারটেল(Airtel)-রও। জুন মাসে তাদের নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হয়েছেন ৩০.৮১ লক্ষ গ্রাহক।

মে মাসেই এয়ারটেল প্রায় ৪০.৬০ লক্ষ গ্রাহক হারিয়েছিল। এর একটি বড় অংশ গ্রাহকই জিও-র পরিষেবা নেওয়ার সিদ্ধান্ত নেন। জুন মাসে এয়ারটেল নিজেদের মন্দা কিছুটা সামলে নিলেও ভি-র গ্রাহক ক্রমশ কমছেই। জুন মাসেও ৪০.২৮ লক্ষ গ্রাহক ভি-র পরিষেবা ছেড়ে দিয়েছেন। ভোডাফোনের পাশাপাশি বিএসএনএল(BSNL)-ও ৯৯ হাজার গ্রাহক হারিয়েছে জুন মাসে।

ওয়্যারলেস সাবস্ক্রাইবারের ভিত্তিতে বাজারের ৩৬.৮৯ শতাংশ দখল করে শীর্ষে অবস্থান করছে রিলায়েন্স জিও। দ্বিতীয় স্থানে রয়েছে এয়ারটেল, তাদের শেয়ারের হার ২৯.৮২ শতাংশ। ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী, মে মাসে যেখানে জিও-র ওয়্যারলেস সাবস্ক্রাইবারের হার ৩৬.৬৪ শতাংশ ছিল, সেখানেই জুনের শেষভাগে গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬.৯৮ শতাংশে। এক মাসেই ৫০ লক্ষেরও বেশি গ্রাহক নিয়ে বর্তমানে জিও-র মোট গ্রাহক সংখ্যা ৫৪.৬৬ কোটিতে বেড়ে দাঁড়াল। জুনে ভারতী এয়ারটেলের গ্রাহক সংখ্যা বেড়েছে ৩০.৮১ লক্ষ।

ভোডাফোনের ওয়্যারলেস গ্রাহকের সংখ্যা মে মাসে ২৩.৫৯ শতাংশ থেকে কমে ২৩.১৫ শতাংশে কমে দাঁড়িয়েছে। বিএসএনএলও গ্রাহক সংখ্যা কমে যাওয়ায় বাজারে শেয়ার ৯.৭৭ শতাংশে কমে দাঁড়িয়েছে। আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান  কুমার মঙ্গলম বিড়লা (Kumar Manglam Birla) ভোডাফোন-আইডিয়া বোর্ডের নন এক্সিকিউটিভ ডিরেক্টর ও চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার পরই ভি-র শেয়ার পড়তে থাকে। কুমার মঙ্গলম নিজেও জানান, সরকারের সাহায্য ছাড়া সংস্থা এমন ক্ষতির মুখে পড়বে, যা থেকে ঘুরে দাড়ানো অসম্ভব হয়ে দাঁড়াবে।

নেটওয়ার্কে গ্রাহক সংখ্যা বাড়ার পাশাপাশি ব্রডব্য়ান্ড (Broadband) গ্রাহকও বেড়েছে জিও-র। জুন মাসে মোট ১.৮৯ লক্ষ নতুন গ্রাহক জিও-র ব্রডব্যান্ড ব্যবহার শুরু করেছেন। ট্রাই-র রিপোর্ট অনুযায়ী, জুন মাসের শেষে জিও ব্রডব্যান্ডের গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩.৬৬ কোটিতে। নতুন করে ৯৭ লক্ষ ৫৭৫ হাজার গ্রাহক এয়ারটেলের ব্রডব্যান্ড পরিষেবা ব্যবহার করা শুরু করেছেন।

এর আগেও একাধিকবার ভোডাফোন, এয়ারটেল সহ একাধিক মোবাইল নেটওয়ার্ক পরিষেবাদাতারা ট্রাইয়ের কাছে অভিযোগ জানিয়েছিল, রিলায়েন্স জিও কম দামে ইন্টারনেট পরিষেবা ও বিনামূল্যে ফোনের সুবিধা দেওয়ায় গ্রাহকরা তাদের পরিষেবা ছেড়ে দিচ্ছেন। পরে অবশ্য এই সমস্যার সমাধান হয়ে যায়। বাকি সংস্থাগুলিও আকর্ষণীয় পরিষেবা দিতে থাকে।  আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের দাম অপবরিবর্তিত, স্বস্তি সাধারণ মানুষের