Muhurat Trading: দীপাবলিতে মুহরত ট্রেডিংয়ের কথা ভাবছেন? মাথায় রাখুন এ সব বিষয়

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Nov 12, 2023 | 8:45 AM

এ বছর ১২ নভেম্বর রবিবার মুহরত ট্রেডিংয়ের প্রি-ওপেন সেশন চলবে সন্ধ্যা ৬টা থেকে ৬টা বেজে ৮ মিনিট পর্যন্ত। মুহরত ট্রেডিং চলবে ৬টা ১৫ মিনিট থেকে ৭টা ১৫ মিনিট পর্যন্ত। আপনার হাতে এই এক ঘণ্টাই থাকবে ট্রেডিং করার জন্য। পোস্ট ক্লোজ হবে সাড়ে ৭টা থেকে ৭টা ৩৮ মিনিট পর্যন্ত। এবং ৭টা ৪০ মিনিটে বন্ধ হবে শেয়ার বাজার।

Muhurat Trading: দীপাবলিতে মুহরত ট্রেডিংয়ের কথা ভাবছেন? মাথায় রাখুন এ সব বিষয়
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুম্বই: অশুভকে দূরে সরানোর আলোর উৎসব হল দীপাবলি। গোটা ভারতেই এই উৎসব সাড়ম্বরে পালিত হয়। এই তিথিতে বিভিন্ন কাজ করা শুভ বলে বিশ্বাস রয়েছে জনমানসে। দীপাবলির দিন শেয়ার বাজারেও থাকে বিশেষ আকর্ষণ। দীপাবলি উপলক্ষ্যে শেয়ার বাজারে হয় বিশেষ ট্রেডিং। যা মুহরত ট্রেডিং নামে পরিচিত। প্রতি বছরই দিওয়ালিতে এই বিশেষ ট্রেডিং হয়। এবং একটি নির্দিষ্ট সময়ের জন্যই এই ট্রেডিং হয়ে থাকে। এ বছর ১২ নভেম্বর রবিবার তা হবে। তবে এক ঘণ্টার জন্যই হয় এই ট্রেডিং। সে সময়ের মধ্যেই শেয়ার কিনে বিক্রি করতে হবে আপনাকে। তাই এই শেয়ার নিয়ে বিশেষ সতর্কতা প্রয়োজনে। শেয়ার ট্রেডিংয়ে মুন্সিয়ানা যেমন আপনাকে অল্প সময়ে বড় অঙ্কের লাভ দেখাতে পারে। তেমন সামান্য ভুলে পড়তে হতে পারে ক্ষতির মুখে।

এ বছর ১২ নভেম্বর রবিবার মুহরত ট্রেডিংয়ের প্রি-ওপেন সেশন চলবে সন্ধ্যা ৬টা থেকে ৬টা বেজে ৮ মিনিট পর্যন্ত। মুহরত ট্রেডিং চলবে ৬টা ১৫ মিনিট থেকে ৭টা ১৫ মিনিট পর্যন্ত। আপনার হাতে এই এক ঘণ্টাই থাকবে ট্রেডিং করার জন্য। পোস্ট ক্লোজ হবে সাড়ে ৭টা থেকে ৭টা ৩৮ মিনিট পর্যন্ত। এবং ৭টা ৪০ মিনিটে বন্ধ হবে শেয়ার বাজার।

দীপাবলির দিন মুহরত ট্রেডিংয়ে অংশ নিলে বেশ কয়েকটি জিনিস মাথায় রাখা প্রয়োজন। দরকার কিছু সতর্কতা গ্রহণের। প্রথমেই মাথায় রাখা প্রয়োজন অল্প সময়ের এই ট্রেডিংয়ে কোনও নির্দিষ্ট ট্রেন্ড হয় না। অল্প সময়ের মধ্যেই লেগে থাকতে পারে উত্থান পতন। তাই শেয়ারে বিনিয়োগ করার অভিজ্ঞতা থাকলে তা সিদ্ধান্ত গ্রহণে কাজে লাগতে পারে।

অনেকেই শেয়ার কেনার জন্য ভাল সংস্থার দীর্ঘমেয়াদি লগ্নি করে থাকেন। কিন্তু মুহরত ট্রেডিংয়ে তা হয় না। এই সময়ের মধ্যেই শেয়ার কিনে বিক্রি করতে হবে আপনাকে। তাই শেয়ার কেনার ক্ষেত্রেও মাথায় রাখতে হবে এই বিষয়টি। পাশাপাশি যেহেতু অল্প সময়ের মধ্যে কেনা-বেচার সিদ্ধান্ত নিতে হবে। এর জেরে চাপ থাকাটা স্বাভাবিক। তা কাটিয়েই সিদ্ধান্ত নিতে হবে। এই ধরনের লগ্নিতে রিটার্ন পাওয়ার নিশ্চয়তাও কম। সে বিষয়টিও লগ্নির আগে মাথায় রাখবেন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ার যুগে ভুল খবর ছড়াতে সময় লাগে না। সেই ফাঁদ থেকেও নিজেকে বাঁচিয়ে রাখা জরুরি।

Next Article