Car Insurance: চারচাকা গাড়ির জন্য থার্ড পার্টি পলিসি জরুরি, কেন জানুন

Sukla Bhattacharjee |

Jan 21, 2024 | 7:01 AM

Third party car insurance policy: দেশে গাড়ি চালানোর জন্য প্রত্যেক গাড়ির মালিকের অন্তত থার্ড পার্টি পলিসি বা তৃতীয় পক্ষের বিমা থাকতে হবে। চার চাকার বিমা কেনার সবচেয়ে সহজ উপায় হল অনলাইনে একটি উপযুক্ত প্ল্যান কেনা। তবে অনলাইনে থার্ড পার্টি কার ইন্স্যুরেন্স কেনার সময় বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন, বিভিন্ন সংস্থার বিমা পলিসির তুলনা করে, কভারেজ দেখেই কেনা উচিত।

Car Insurance: চারচাকা গাড়ির জন্য থার্ড পার্টি পলিসি জরুরি, কেন জানুন
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: ভারতীয় মোটর গাড়ি আইন অনুযায়ী, গাড়ি চালানোর জন্য প্রত্যেক গাড়ির মালিকের অন্তত থার্ড পার্টি পলিসি বা তৃতীয় পক্ষের বিমা থাকতে হবে। এটি একটি বাধ্যতামূলক পলিসি, যা ভারতের সমস্ত গাড়ির মালিকদের অনুসরণ করা বাধ্যতামূলক। এটি না করা হলে গাড়ির মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং ৪ হাজার টাকা জরিমানা হতে পারে। টাকা পর্যন্ত জরিমানা।

 

 

তৃতীয় পক্ষের গাড়ি বিমা কি?

থার্ড পার্টি পলিসি বা তৃতীয় পক্ষের গাড়ি বিমা হল, বিমার একটি বিভাগ যেটি তৃতীয় পক্ষের সম্পত্তির অপ্রত্যাশিত ক্ষতির জন্য কভারেজ প্রদান করে। উদাহরণস্বরূপ, যদি আপনার গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং যদি অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় রাস্তায়, তারপর অন্য গাড়ি বা ব্যক্তির ক্ষতি হলে সেটা আপনার গাড়ির থার্ড পার্টি পলিসি দ্বারা ক্ষতিপূরণ করা হবে।

এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, তৃতীয় পক্ষের বিমা ব্যক্তিগত ক্ষতি বা ক্ষতির জন্য কভারেজ প্রদান করে না। অর্থাৎ উপরে উল্লিখিত পরিস্থিতিতে আপনার গাড়ি ক্ষতিগ্রস্ত হলে সেই গাড়ির জন্য বিমা কোম্পানি কোনও ক্ষতিপূরণ দেবে না।

কেন থার্ড পার্টি গাড়ি বিমা বাধ্যতামূলক?

তৃতীয় পক্ষের গাড়ির বীমা প্রত্যেক গাড়ির মালিকের জন্য বাধ্যতামূলক করা হয়েছে কারণ এটি তৃতীয় পক্ষের অপ্রত্যাশিত ক্ষতি কমাতে সাহায্য করে। পাশাপাশি গাড়িচালককে সতর্ক হয়ে ড্রাইভিংয়ের ব্যাপারে উৎসাহিত করে।

কীভাবে সেরা থার্ড পার্টি কার ইনসিওরেন্স কিনবেন?

চার চাকার বিমা কেনার সবচেয়ে সহজ উপায় হল অনলাইনে একটি উপযুক্ত প্ল্যান কেনা। তবে অনলাইনে থার্ড পার্টি কার ইন্স্যুরেন্স কেনার সময় বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন, বিভিন্ন সংস্থার বিমা পলিসির তুলনা করে, কভারেজ দেখেই কেনা উচিত।

Next Article