কলকাতা: ২০২৩-২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর মাসে জিডিপি বৃদ্ধির নিরিখে সর্বকালের সেরা রেকর্ড করে ফেলেছে ভারত। বৃদ্ধির হার ৮.৪ শতাংশ। উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই সুখবরেই যেন মুখে হাসি ফুটল দালাল স্ট্রিটের বিনিয়োগকারীদের। যে শেয়ার মার্কেটে বিগত কয়েকদিনে শুধুই ধসের ছবি দেখা গিয়েছিল সেখানে যেন শুক্রবার নতুন করে হল প্রাণের সঞ্চার। জিডিপি বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশের পরদিনই শুক্রবার শেয়ারবাজারে নতুন করে তৈরি হয়ে গিয়েছে সর্বকালের সেরা রেকর্ড।
বিএসই সেনসেক্সে ১২০০ পয়েন্টেরও বেশি লাফ দেখা গিয়েছে। এদিন বাজার বন্ধের সময় সেনসেক্স বন্ধ হয়েছে ৭৩ হাজার ৭৪৫.৩৫ পয়েন্টে। একইভাবে, এনএসই নিফটিও ৩৫০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছে। থেমেছে ২২,৩৩৮.৭৫ পয়েন্টে থেমেছে। বিএসই-তে তালিকাভুক্ত সমস্ত কোম্পানিগুলির যৌথ মার্কেট ক্যাপ ৪.১৬ লক্ষ কোটি বেড়ে বন্ধ হয়েছে ৩৯২.২২ লক্ষ কোটিতে। তাতেই ডুবন্ত বাজারে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন বিনিয়োগকারীরা।
এদিকে অক্টোবর-ডিসেম্বরে দেশের জিডিপি প্রবৃদ্ধি দ্বিগুণ হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৪.৩ শতাংশ। যা এই বার ৮ শতাংশের গণ্ডি পার করে ফেলেছে। এদিকে সামনেই আবার লোকসভা ভোট। গোটা দেশেই চড়ছে নির্বাচনী পারদ। কয়েক সপ্তাহ ধরেই টালমাটাল পরিস্থিতি শেয়ার বাজারে। ওয়াকিবহাল মহলের অনেকেই বলছেন পাকাপাকিভাবে নতুন সরকার না এলে, পূর্ণাঙ্গ বাজেট পেশ না হলে বিনিয়োগের জন্য দিশা খুঁজে পাচ্ছেন না বিনিয়োগকারীরা। যদিও আচমকা জিডিপি বৃদ্ধির এই খবর যে মন্দার শেয়ার বাজারে অক্সিজেনের কাজ করেছে তা আর বলার অফেক্ষা রাখে না। প্রসঙ্গত, শনিবার ও রবিবার সাধারণত শেয়ার বাজারে লেনদেন না হলেও এই শনিবার অর্থাৎ ২ মার্চ কিছু সময়ের জন্য খোলা থাকছে দালাল স্ট্রিট। ইতিমধ্যেই এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে এনএসই। শনিবার দালাল স্ট্রিটের এই বুল রান জারি থাকে কি না এখন সেটাই দেখার।
বিঃ দ্রঃ – শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।