নয়াদিল্লি: দেশের লক্ষ লক্ষ মানুষকে বিনামূল্যে রেশন দেয় কেন্দ্রীয় সরকার। তবে সব দেশবাসী বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন। কিন্তু এমন অনেকেই আছেন, যাঁরা যোগ্য না হওয়া সত্ত্বেও বিনামূল্যে রেশনের সুবিধা নিয়ে থাকেন। তাঁদের জন্যই কঠোর পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। এই ধরনের মানুষকে খুঁজে বের করে বিনামূল্যে রেশনের সুবিধা থেকে তাঁদের নাম বাদ দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। রেশন কার্ডের অপব্যবহার নিয়ে কড়া হতে চাইছে কেন্দ্র।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যদি কোনও ব্যক্তির কাছে ১০০ বর্গফুটের ফ্ল্যাট বা বাড়ি থাকে। ট্রাক্টর, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, চার চাকা গাড়ি, গ্রাম এলাকায় পারিবারিক রোজগার ২ লক্ষ এবং শহর এলাকায় রোজগার ৩ লক্ষ টাকার বেশি- এই গুলির মধ্যে কোন একটি থাকলে তিনি বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন। এ রকম ব্যক্তিদের উচিত বিনামূল্যে রেশন পরিষেবা না নেওয়া।
কোনও ব্যক্তি যদি অবৈধভাবে রেশন নিয়ে থাকেন। বা রেশনের সুবিধা নিয়ে থাকেন এবং তিনি যদি নিজের ইচ্ছায় তা জমা না দেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। সরকার যদি তদন্ত করে এ রকম কোনও গাফিলতি খুঁজে পায় তাহলে ব্যবস্থা নিতে পারে। এমনকি অবৈধ ভাবে নেওয়া রেশন ফেরতও দিতে হতে পারে।