AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

একটানা বাজেটে রেকর্ড নির্মলার, সবথেকে বেশিবার বাজেট পেশ করেছেন কে জানেন?

Union Budget: এই বাজেটের হাত ধরেই রেকর্ড তৈরি করতে চলেছেন তিনি। ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট নিয়ে একটানা অষ্টমবার বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

একটানা বাজেটে রেকর্ড নির্মলার, সবথেকে বেশিবার বাজেট পেশ করেছেন কে জানেন?
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।Image Credit: PTI
| Updated on: Feb 01, 2025 | 11:06 AM
Share

নয়া দিল্লি: আজ বাজেট। ২০২৫-২৬ সালের দেশের অর্থনীতির রূপরেখা নির্ধারণ করতে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই বাজেটের হাত ধরেই রেকর্ড তৈরি করতে চলেছেন তিনি। ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট নিয়ে একটানা অষ্টমবার বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটাই স্বাধীন ভারতে কোনও অর্থমন্ত্রীর পেশ করা সর্বাধিকবার বাজেট।

মোরারজি দেশাই-

একটানা বাজেট পেশে রেকর্ড গড়লেও, সবথেকে বেশিবার বাজেট পেশের রেকর্ড রয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পরবর্তী প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর আমলে মোরারজি দেশাই অর্থমন্ত্রী ছিলেন। তিনি মোট ১০ বার বাজেট পেশ করেছেন। ১৯৫৯ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি প্রথমবার বাজেট পেশ করেছিলেন। এরপরে পরপর দুইবার বাজেট পেশ করেন। ১৯৬২ সালে অন্তর্বর্তী বাজেটও পেশ করেন তিনি। এরপরে পরপর দুই বছর ফের বাজেট পেশ করেন তিনি। ৪ বছর ব্যবধানের পর ১৯৬৭ সালে তিনি আবার অন্তর্বর্তী বাজেট পেশ করেন। এরপরে ১৯৬৭, ১৯৬৮ ও ১৯৬৯ সালে তিনটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন।

পি চিদাম্বরম-

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমও মোট ৯ বার বাজেট পেশ করেছেন। তিনি ১৯৯৬ সালের ১৯ মার্চ তিনি প্রথম বাজেট পেশ করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার আমলে তিনি ফের বাজেট পেশ করেন। ২০০৪ সাল থেকে ২০০৮ সালের মধ্যে তিনি ৫বার বাজেট পেশ করেন। ইউপিএ জমানায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের পর তিনি ফের বাজেট পেশের দায়িত্ব পান অর্থমন্ত্রী হিসাবে। ২০১৩ ও ২০১৪ সালে বাজেট পেশ করেন।

প্রণব মুখোপাধ্যায়-

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও অর্থমন্ত্রী হিসাবে ৮ বার বাজেট পেশ করেছিলেন। ১৯৮২ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি টানা বাজেট পেশ করেন। এরপরে ২০০৯ সাল থেকে ২০১২ সালের মধ্যে পরপর ৫ বার বাজেট পেশ করেন তিনি।

যশবন্ত সিনহা-

এনডিএ সরকারের অন্যতম মুখ ছিলেন যশবন্ত সিনহা। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি ৭ বার বাজেট পেশ করেন।

মনমোহন সিং-

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও বাজেট পেশ করেছিলেন পিভি নরসিমহা রাওয়ের সরকারে অর্থমন্ত্রী হিসাবে। ১৯৯১ সাল থেকে ১৯৯৫ সালের মধ্যে তিনি ৫বার টানা বাজেট পেশ করেছিলেন।

সিডি দেশমুখ-

রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ভারতীয় গভর্নর সিডি দেশমুখ ৭ বার বাজেট পেশ করেছিলেন।