UPI পেমেন্টে ৬২৫ টাকা ক্যাশব্যাক দিচ্ছে এই ব্যাঙ্ক, কীভাবে জানুন

UPI Transaction: দেশে ইউপিআই লেনদেন প্রতি মাসে নতুন রেকর্ড তৈরি করছে। নগদ লেনদেনের পরিবর্তে অনলাইন ইউপিআই-এর মাধ্যমে লেনদেন করা আরও সহজ বলে মনে করছে সকলেই। NPCI-এর মতে, UPI-এর মাধ্যমে লেনদেন ডিসেম্বর মাসে ১৭.৪ ট্রিলিয়ন টাকার কাছাকাছি পৌঁছেছে। তাই আশা করা হচ্ছে যে, ২০২৭ অর্থবছরের মধ্যে UPI লেনদেনের সংখ্যা প্রতিদিন ১০০ কোটি ছাড়িয়ে যাবে।

UPI পেমেন্টে ৬২৫ টাকা ক্যাশব্যাক দিচ্ছে এই ব্যাঙ্ক, কীভাবে জানুন
প্রতীকী ছবি।
Follow Us:
| Updated on: Jan 30, 2024 | 8:31 AM

নয়া দিল্লি: বর্তমানে অধিকাংশেরই লেনদেনের অন্যতম মাধ্যম UPI। তাঁদের জন্য এই খবরটি বিশেষ জরুরি। সম্প্রতি একটি বেসরকারি ব্যাঙ্ক UPI লেনদেন প্রসারের জন্য একটি বাম্পার ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে। যার মাধ্যমে গ্রাহকরা প্রতিটি লেনদেনের জন্য ক্যাশব্যাক জেতার সুযোগ পাবেন। একেবারে মাসে ৬২৫ টাকা পর্যন্ত জিততে পারেন। কোন ব্যাঙ্ক এই অফার দিচ্ছে, কীভাবে মিলবে জেনে নিন বিস্তারিত

বাম্পার ক্যাশব্যাক অফার

বেসরকারি খাতের ডিসিবি ব্যাংক হ্যাপি সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে। এই সেভিংস অ্যাকাউন্টের বিশেষ বিষয় হল, এই অ্যাকাউন্টের মাধ্যমে UPI লেনদেন করে প্রতি মাসে ৬২৫ টাকা পর্যন্ত জিততে পারবেন।

বার্ষিক ৭৫০০ টাকা ক্যাশব্যাক

DCB ব্যাঙ্কের মতে, হ্যাপি সেভিংস অ্যাকাউন্ট থেকে UPI-এর মাধ্যমে ডেবিট লেনদেনে বছরে ৭,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হয়। এর জন্য ন্যূনতম ৫০০ টাকার UPI লেনদেন করতে হবে। এই ক্যাশব্যাক শুধুমাত্র ডেবিট লেনদেনের ক্ষেত্রেই ব্যাঙ্ক দেবে।

ত্রৈমাসিকে করা লেনদেনের ভিত্তিতে ক্যাশব্যাক দেওয়া হবে এবং ত্রৈমাসিক শেষ হওয়ার পরে অ্যাকাউন্টে টাকা জমা করা হবে। তবে হ্যাপি সেভিংস অ্যাকাউন্ট হোল্ডাররা এক মাসে সর্বাধিক ৬২৫ টাকা এবং এক বছরে সর্বাধিক ৭,৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন।

UPI লেনদেন বাড়ছে

দেশে ইউপিআই লেনদেন প্রতি মাসে নতুন রেকর্ড তৈরি করছে। নগদ লেনদেনের পরিবর্তে অনলাইন ইউপিআই-এর মাধ্যমে লেনদেন করা আরও সহজ বলে মনে করছে সকলেই। NPCI-এর মতে, UPI-এর মাধ্যমে লেনদেন ডিসেম্বর মাসে ১৭.৪ ট্রিলিয়ন টাকার কাছাকাছি পৌঁছেছে। তাই আশা করা হচ্ছে যে, ২০২৭ অর্থবছরের মধ্যে UPI লেনদেনের সংখ্যা প্রতিদিন ১০০ কোটি ছাড়িয়ে যাবে। আর আগামী পাঁচ বছরে দোকানে ৯০ শতাংশ লেনদেন হবে UPI-এর মাধ্যমে হবে বলে অনুমান করা হচ্ছে।