US Fed: আমেরিকার বড় সিদ্ধান্ত, আজ বাজার খুললেই মালামাল হবেন বিনিয়োগকারীরা

ঈপ্সা চ্যাটার্জী |

Sep 19, 2024 | 8:29 AM

Stock Market: মার্কিন কেন্দ্রীয় রিজার্ভের সিদ্ধান্তের সবচেয়ে বেশি প্রভাব দেখা যেতে পারে তথ্য প্রযুক্তি ও ব্যাঙ্কিং সেক্টরের শেয়ারে। টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেকের মতো ভারতীয় আইটি কোম্পানির শেয়ারে বাড়তে পারে।

US Fed: আমেরিকার বড় সিদ্ধান্ত, আজ বাজার খুললেই মালামাল হবেন বিনিয়োগকারীরা
ফাইল চিত্র
Image Credit source: Getty Image

Follow Us

ওয়াশিংটন: আমেরিকার বড় সিদ্ধান্ত। কেন্দ্রীয় মার্কিন ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের তরফে কমানো হল সুদের হার। ৪ বছর পর সুদের হার কমাল ফেডারেল রিজার্ভ। সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আগে এটিই ২৩ বছরে সর্বোচ্চ সুদের হার ছিল। বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে সুদের হার কমায় স্বাভাবিকভাবেই বাকি দেশের অর্থনীতিতেও প্রভাব পড়বে। ফেডারেল রিজার্ভের দেখাদেখি অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলিও সুদের হার কমাতে পারে। আজ শেয়ার বাজার ইতিবাচক সূচকে খুলতে পারে বলেই আশা বাজার বিশেষজ্ঞদের।

বুধবার ফেডারেল রিজার্ভের তরফে ঘোষণা করা হয় যে সুদের হার ৪.৭৫ শতাংশ থেকে ৫ শতাংশ কমানো হচ্ছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসার কারণেই সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাকরির বাজারেও হাল ফিরবে এবং নতুন কর্মসংস্থান হবে বলেই আশা রেখেছে ফেড।

মার্কিন ডলারের পতন-

ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর ঘোষণার পরই মার্কিন ডলার সূচকে বড় ধরনের পতন হয়েছে। ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তের পর ডলার সূচকে ০.৫৪ শতাংশ পতন হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ডলারের সূচকও ১০০-এর নিচে নেমে যেতে পারে। গত তিন মাসে ডলারের সূচকে প্রায় ৫ শতাংশ পতন হয়েছে।

এই খবরটিও পড়ুন

ভারতীয় বাজারে প্রভাব-

যেহেতু বুধবার ভারতের শেয়ার বাজার বন্ধের পর ফেডের এই ঘোষণা হয়, তাই আজ, বৃহস্পতিবার বাজার খুলতেই ইতিবাচক প্রভাব দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। বাজার বিশেষজ্ঞরা শেয়ারে ব্যাপক উত্থানের সম্ভাবনা দেখছে।  ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোয় নিফটির সূচক ৪০০ পয়েন্টেরও বেশি বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আজ বাজার খুলতেই নিফটির সূচক ২৬ হাজার পয়েন্ট পার করতে পারে।

মার্কিন কেন্দ্রীয় রিজার্ভের সিদ্ধান্তের সবচেয়ে বেশি প্রভাব দেখা যেতে পারে তথ্য প্রযুক্তি ও ব্যাঙ্কিং সেক্টরের শেয়ারে। টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেকের মতো ভারতীয় আইটি কোম্পানির শেয়ারে বাড়তে পারে। ডলারের সূচক কমে যাওয়ায় স্বাভাবিকভাবেই ভারতীয় মুদ্রার দাম বাড়বে। অন্যদিকে কমেক্সে সোনা ও রূপার দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। যার কারণে ভারতের এমসিএক্স (MCX) বাজারে সোনার দাম রকেট হয়ে যেতে পারে।

Next Article