কলকাতা: কর্মংস্থান বাড়াতে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে উত্তর প্রদেশ সরকার। বড় পরিকল্পনা বাস্তবায়নের পথে যোগী আদিত্যনাথ। রাজ্যের MSME দফতরের তরফে চালু হচ্ছে ‘মুখ্যমন্ত্রী যুব উদ্যোমী বিকাশ অভিযান’। এই প্রকল্পের হাত ধরে রাজ্যের যুবরা সুদ ছাড়াই ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। যা দিয়ে তাঁরা নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবসা শুরু করতে পারেন। গোটা প্রকল্পের বাস্তবায়ন যাতে সুষ্ঠভাবে হয় তা দেখার জন্য রাজ্যের প্রতি জেলায় থাকছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। থাকছেন চাটার্ট অ্য়াকাউট্যান্ট এবং অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্তারাও।
আগামী ২৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সে কারণেই এখন থেকে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে রাজ্যের MSME দফতর। প্রশাসনিক স্তর থেকে যাতে এই প্রকল্প একেবারে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া যায় সে কারণে জোরকদমে চলছে প্রচারাভিযান।
রাজ্যের বাসিন্দারা এই প্রকল্পের সুবিধা নিতে চাইলে আগ্রহীদের যেতে হবে সরকারি ওয়েবসাইটে। https://msme.up.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। শুধু তাই নয়, এখানেই থাকছে নতুন ব্যবসায় আগ্রহীদের জন্য বিশেষ পরামর্শও। প্রায় ৬০০-র বেশি নতুন ব্যবসার আইডিয়াও দেওয়া হচ্ছে।