Kaun Banega Crorepati: কৌন বনেগা ক্রোড়পতিতে লক্ষ থেকে কোটি টাকা জিতে মুখে হাসি, হাতে পাবেন কত?

ক্রোড়পতি অনুষ্ঠানে কোনও ব্যক্তি যত টাকা জেতেন তত টাকাই কি হাতে পান? এ প্রশ্ন ঘুরপাক খায় দর্শক থেকে সাধারণ মানুষের মনে। কিন্তু আপনি কি জানেন এখানে জিতে যাওয়া টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হয়?

Kaun Banega Crorepati: কৌন বনেগা ক্রোড়পতিতে লক্ষ থেকে কোটি টাকা জিতে মুখে হাসি, হাতে পাবেন কত?
Follow Us:
| Edited By: | Updated on: May 01, 2023 | 8:30 AM

নয়াদিল্লি: বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন পরিচালিত ‘কৌন বনেগা ক্রোড়পতি’ টেলিভিশনের অন্যতম অনুষ্ঠান। প্রচুর মানুষ নিয়মিত এই শো দেখেন। অনেকেই স্বপ্ন দেখেন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার। অমিতাভা বচ্চনের সাক্ষাতের পাশাপাশি তাঁর করা প্রশ্নের সঠিক জবাব দিয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন থাকেন অনেকেরই। কিন্তু ক্রোড়পতি অনুষ্ঠানে কোনও ব্যক্তি যত টাকা জেতেন তত টাকাই কি হাতে পান? এ প্রশ্ন ঘুরপাক খায় দর্শক থেকে সাধারণ মানুষের মনে। কিন্তু আপনি কি জানেন এখানে জিতে যাওয়া টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হয়? যদি না জানেন, তাহলে জেনে নিন কেবিসিতে জিতে যাওয়া টাকার কি হয়। আপনি কত টাকা বাড়িতে নিতে যেতে পারেন?

পুরো টাকা পাবেন না

অনেক প্রতিযোগী ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শো থেকে জিতেছেন ৫০ লাখ থেকে ৭ কোটি টাকা। কিন্তু এই সব টাকা তাঁরা বাড়িতে নিয়ে যেতে পারেননি। আপনি এই সমস্ত টাকা বাড়িতে নিয়ে যেতে পারবেন না। যে টাকা আপনি জিতলেন তার উপর কর দিতে হবে আপনাকে। করের পরিমাণও অনেক বেশি। তাই যখন আপনি এটি বাড়িতে নিয়ে যান, তখন পুরস্কার অর্থের মোট পরিমাণ অনেকটাই কমে যায়।

কত ট্যাক্স লাগে

ধরুন আপনি যদি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোতে ৫০ লক্ষ টাকা জিতলেন। সেই অর্থের উপর কর দিতে হবে আপনাকে। এক বা দুই লাখ নয়, সাড়ে ১৩ লক্ষ টাকা কর দিতে হবে আপনাকে ৫০ লক্ষ টাকা জেতার জন্য। আপনাকে পুরস্কারের অর্থের উপর ৩০ শতাংশ ট্যাক্স দিতে হবে। এটি ছাড়াও আপনাকে ১০ শতাংশ সারচার্জ এবং ৪ শতাংশ সেস দিত হবে। মানে ৫০ লক্ষ টাকা জিতলে আপনি হাতে পাবেন ৩৭ লক্ষ টাকা।